ঋষভ পন্থের অসাধারণ ৯৭, ২০৮ রান তাড়া করে গুজরাতকে হারাল দিল্লি
Web Desk, ABP Ananda | 04 May 2017 11:51 PM (IST)
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ শুরু থেকেই একের পর এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকছেন দর্শকরা। বৃহস্পতিবার রাতে ফিরোজ শাহ কোটলায় তেমনই একটা ম্যাচ দেখা গেল। গুজরাত লায়ন্সের ২০৮ রান তাড়া করে অসাধারণ জয় তুলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের নায়ক ঋষভ পন্থ। তিনি ৪৩ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে অধিনায়ক সুরেশ রায়নার ৭৭ এবং দীনেশ কার্তিকের ৬৫ রানের সুবাদে বড় রান করে গুজরাত। সঞ্জু স্যামসনের ৬১ এবং ঋষভের ইনিংসের সুবাদে জয় পায় দিল্লি। ১৭.৩ ওভারেই ২১৪ রান করে দিল্লি।