জামাইকা: বয়স ২১। এখনও পর্যন্ত টেস্ট খেলেছেন ১১টি। এরই মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দ্রুততম ৫০ উইকেট শিকারের নজির গড়লেন ঋষভ পন্থ। রবিবার জামাইকার সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেগ ব্রেথওয়েটের উইকেট তালুবন্দি করেই এই শিখরে পৌঁছলেন তিনি। রেকর্ড বুকে ঋষভ এখন কিংবদন্তী উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে। অস্ট্রেলীয় এই তারকাও ১১টি টেস্টে ৫০ উইকেট শিকারের নজির গড়েছেন।





তবে এই তালিকায় ঋষভেরও আগে রয়েছেন টিম পেইন, জনি বেয়ারস্টো এবং মার্ক বাউচার। এই তিন উইকেটকিপারই ১০টি টেস্টে ৫০টি শিকারের রেকর্ড গড়েছেন।


উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে ১১টি শিকার করেছিলেন ঋষভ পন্থ। যা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কোনও উইকেট কিপারের কোনও একটি টেস্টে সর্বোচ্চ শিকার।