কলকাতা: এবারের বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে হতাশ হলেও, আগামী ১৫ বছর ভারতীয় দলের হয়ে ঋষভ পন্থ খেলবেন বলে আশাবাদী প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আশা, অনেক বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন ঋষভ।

চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে কাছ থেকে ঋষভকে দেখছেন সৌরভ। তিনি এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের বিষয়ে সৌরভ বলেছেন, ‘ধোনি সারাজীবন ধরে খেলে যাবে না। ডিকে-ও (দীনেশ কার্তিক) সারাজীবন খেলবে না। ঋষভ পরবর্তী সেরা উইকেটকিপার। ওর সামনে ১৫-১৬ বছর পড়ে আছে। এবারের বিশ্বকাপে ওর সুযোগ না পাওয়া ধাক্কা বলে আমি মনে করি না। ও অনেক বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আমি নির্বাচক হলে ওকে এবারই দলে নিতাম। তবে দীনেশ কার্তিকও খুব ভাল ক্রিকেটার। আমাদের দল খুব ভাল হয়েছে।’