নয়াদিল্লি: রিও প্যারালিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের স্বীকৃতিস্বরূপ এ বছরের পদ্ম পুরস্কারের জন্য তাঁদের নাম মনোনীত করতে চলেছে ক্রীড়া মন্ত্রক। ট্যুইট করে এই খবর জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।


 

এবারের প্যারালিম্পিক্সে ভারত চারটি পদক পেয়েছে পুরষদের হাইজাম্পে সোনা ও ব্রোঞ্জ পেয়েছেন মরিয়াপ্পান থঙ্গভেলু এবং বরুণ সিংহ ভাতি। জ্যাভলিন থ্রো-এ সোনা পেয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ভারতের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক্সকে পদক পেয়েছেন দীপা মালিক। তিনি শট পাটে রুপো পেয়েছেন।

গতকালই প্যারালিম্পিক্সে পদকজয়ী সহ সব অ্যাথলিটের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অ্যাথলিটদের প্রশংসা করেন। এরপরেই ক্রীড়ামন্ত্রী ট্যুইট করে পদ্ম পুরস্কারের জন্য প্যারালিম্পিক্সে পদকজয়ীদের নাম মনোনীত করার কথা ঘোষণা করলেন।