নয়াদিল্লি: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। সেখানে ভারতের একাধিক অ্যাথলিট অংশ নিতে চলেছেন। ২০২০ টোকিও অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীরা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। নীরজ চোপড়া সােনা জিতেছিলেন জ্যাভলিনে। পিভি সিন্ধু দ্বিতীয়বার অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছিলেন। এছাড়াও লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু ও ভারতীয় হকি দলও এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার আগের বারের মত। এক নজরে দেখে নিন প্যারিস অলিম্পিক্সে কোন কোন খেলায় কে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন -


আর্চারি



  • ধীরাজ বোম্মাদেভারা

  • তরুণদীপ রাই

  • প্রবীন যাদব

  • ভজন কৌর

  • দীপিকা কুমারি

  • অঙ্কিতা ভক্ত


অ্যাথলেটিক্স



  • আকাশদীপ সিংহ
    বিকাশ সিংহ
    পরমজীত সিংহ
    প্রিয়ঙ্কা গোস্বামী
    অবিনাশ সাবলে
    পারুল চৌধুরী
    জ্যোতি ইয়ারাজ্জি
    কিরণ পাহাল
    তাজিন্দর সিংহ তুর
    আভা খাটুয়া
    নীরজ চোপড়া
    কিশোর জিনা
    অন্নু রানি
    সারভেশ কুশারে
    প্রবীন চিত্রাভেল
    আব্দুল্লা আবুবাকের
    মহম্মদ আনাস
    মহম্মদ আজমল
    আমোজ জ্যাকব
    সন্তোষ তামিলরাসান
    রাজেশ রমেশ
    মিজো চাকো
    বিদ্যা রামারাজ
    জ্যোতিকা শ্রী ডান্ডি
    এমআর পুর্ভাম্মা
    শুভা বেঙ্কাটেশন
    প্রাচী
    সুরজ পানওয়ার
    জেসউইন আলদ্রিন
    কিরণ পাল


ব্যাডমিন্টন
এইচএস প্রণয়
লক্ষ্য সেন
পিভি সিন্ধু
সাত্ত্বিক সাইরাজ
চিরাগ শেট্টি
অশ্বিনি পোনাপ্পা
তানিশা ক্রাস্টো


বক্সিং


নিখাত জারিন
অমিত পাঙ্ঘাল
নিশান্ত দেব
প্রীতি পাওয়ার
লভলিনা বড়গোঁহাই
জেমিনি লামবোরিয়া

ইকুয়েস্টিরান
অনুষ আগরওয়াল


গল্ফ
শুভঙ্কর শর্মা
গগনজিৎ ভুল্লার
অদিতি অশোক
দিকসা ডাগার


হকি
পি আর শ্রীজেশ
যারমনপ্রীত সিংহ
অমিত রোগিদাস
হরমনপ্রীত সিংহ (অধিনায়ক)
সুমিত
সঞ্জয়
রাজকুমা পাল
শামশের সিংহ
মনপ্রীত সিংহ
হার্দিক সিংহ
বিবেক সাগর প্রসাদ
অভিষেক
সুখজিৎ সিংহ
ললিত কুমার উপাধ্যায়
মনদীপ সিংহ
গুজরন্ত সিংহ


জুডো
তুলিকা মনন


রোয়িং
বলরাজ পাওয়িং


সেইলিং
বিষ্ণু সারাভানান
নিথারা কুমানন


শ্যুটিং
রাজেশ্বরী কুমারি
শ্রেয়সী সিংহ
রাইজা ধিলন
মহেশ্বরী চৌহান
সন্দীপ সিংহ
অর্জুন ববুতা
এলাভেনিল ভালারিভান
রমিতা জিন্দাল
স্বপ্নিল কুশালে
ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার
সিফ্ট কৌর শর্মা
অঞ্জুম মৌদগিল
রমিতা জিন্দাল
অর্জুন চিমা
সরবজ্যোৎ সিংহ
হৃদম সাঙ্গওয়াম
বিজয়বীর সিধু
অনিশ ভনওয়ালা
এশা সিংহ
মানু ভাকের


স্যুইমিং
ধিনিধি দিশিংহু
শ্রীহরি নটরাজ

টেবিল টেনিস
শরথ কমল
হরমীত দেশাই
মানব ঠাক্কর
মনিকা বাত্রা
শ্রীজা আকুলা
অর্চনা কামাথ


টেনিস
সুমিত নাগাল
 রোহন বোপান্না
শ্রীরাম বালাজি

ভারোত্তোলন
মীরাবাঈ চানু

কুস্তি
অমন শেহরাওয়াত
ভিনেশ ফোগাত
অংশু মালিক
নিশা দাহিয়া
রীতিকা হুডা
অন্তিম পাঙ্ঘাল


উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা জানিয়েছিলেন যে প্যারিস অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক হতে চলেছেন মেরি কম। পি টি উষা বলেন, ''আমরা শেফ দ্য মিশন হিসেবে অলিম্পিকের পদক জয়ীকেই চাইছিলাম। মেরি কমের বদলে গগন নারাং রাজি হয়েছে এই দায়িত্ব নিতে। অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ পিভি সিন্ধু দেশের পতাকা বহন করবে। ওর সঙ্গে থাকবে শরথ কমল। আশা করছি প্যারিস অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদরা সেরাটাই দেবে।'' উল্লেখ্য, এই শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাওয়ার কথা ছিল মেরি কমের। কিন্তু তিনি আচমকাই সরে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। এরপরই গগন নারাংকে দায়িত্ব দেওয়া হল শেফ দ্য মিশন হিসেবে।