নয়াদিল্লি: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। সেখানে ভারতের একাধিক অ্যাথলিট অংশ নিতে চলেছেন। ২০২০ টোকিও অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীরা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। নীরজ চোপড়া সােনা জিতেছিলেন জ্যাভলিনে। পিভি সিন্ধু দ্বিতীয়বার অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছিলেন। এছাড়াও লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু ও ভারতীয় হকি দলও এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার আগের বারের মত। এক নজরে দেখে নিন প্যারিস অলিম্পিক্সে কোন কোন খেলায় কে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন -

আর্চারি

  • ধীরাজ বোম্মাদেভারা
  • তরুণদীপ রাই
  • প্রবীন যাদব
  • ভজন কৌর
  • দীপিকা কুমারি
  • অঙ্কিতা ভক্ত

অ্যাথলেটিক্স

  • আকাশদীপ সিংহবিকাশ সিংহপরমজীত সিংহপ্রিয়ঙ্কা গোস্বামীঅবিনাশ সাবলেপারুল চৌধুরীজ্যোতি ইয়ারাজ্জিকিরণ পাহালতাজিন্দর সিংহ তুরআভা খাটুয়ানীরজ চোপড়াকিশোর জিনাঅন্নু রানিসারভেশ কুশারেপ্রবীন চিত্রাভেলআব্দুল্লা আবুবাকেরমহম্মদ আনাসমহম্মদ আজমলআমোজ জ্যাকবসন্তোষ তামিলরাসানরাজেশ রমেশমিজো চাকোবিদ্যা রামারাজজ্যোতিকা শ্রী ডান্ডিএমআর পুর্ভাম্মাশুভা বেঙ্কাটেশনপ্রাচীসুরজ পানওয়ারজেসউইন আলদ্রিনকিরণ পাল

ব্যাডমিন্টনএইচএস প্রণয়লক্ষ্য সেনপিভি সিন্ধুসাত্ত্বিক সাইরাজচিরাগ শেট্টিঅশ্বিনি পোনাপ্পাতানিশা ক্রাস্টো

বক্সিং

নিখাত জারিনঅমিত পাঙ্ঘালনিশান্ত দেবপ্রীতি পাওয়ারলভলিনা বড়গোঁহাইজেমিনি লামবোরিয়া ইকুয়েস্টিরানঅনুষ আগরওয়াল

গল্ফশুভঙ্কর শর্মাগগনজিৎ ভুল্লারঅদিতি অশোকদিকসা ডাগার

হকিপি আর শ্রীজেশযারমনপ্রীত সিংহঅমিত রোগিদাসহরমনপ্রীত সিংহ (অধিনায়ক)সুমিতসঞ্জয়রাজকুমা পালশামশের সিংহমনপ্রীত সিংহহার্দিক সিংহবিবেক সাগর প্রসাদঅভিষেকসুখজিৎ সিংহললিত কুমার উপাধ্যায়মনদীপ সিংহগুজরন্ত সিংহ

জুডোতুলিকা মনন

রোয়িংবলরাজ পাওয়িং

সেইলিংবিষ্ণু সারাভানাননিথারা কুমানন

শ্যুটিংরাজেশ্বরী কুমারিশ্রেয়সী সিংহরাইজা ধিলনমহেশ্বরী চৌহানসন্দীপ সিংহঅর্জুন ববুতাএলাভেনিল ভালারিভানরমিতা জিন্দালস্বপ্নিল কুশালেঐশ্বর্য প্রতাপ সিংহ তোমারসিফ্ট কৌর শর্মাঅঞ্জুম মৌদগিলরমিতা জিন্দালঅর্জুন চিমাসরবজ্যোৎ সিংহহৃদম সাঙ্গওয়ামবিজয়বীর সিধুঅনিশ ভনওয়ালাএশা সিংহমানু ভাকের

স্যুইমিংধিনিধি দিশিংহুশ্রীহরি নটরাজ টেবিল টেনিসশরথ কমলহরমীত দেশাইমানব ঠাক্করমনিকা বাত্রাশ্রীজা আকুলাঅর্চনা কামাথ

টেনিসসুমিত নাগাল রোহন বোপান্নাশ্রীরাম বালাজি ভারোত্তোলনমীরাবাঈ চানু কুস্তিঅমন শেহরাওয়াতভিনেশ ফোগাতঅংশু মালিকনিশা দাহিয়ারীতিকা হুডাঅন্তিম পাঙ্ঘাল

উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা জানিয়েছিলেন যে প্যারিস অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক হতে চলেছেন মেরি কম। পি টি উষা বলেন, ''আমরা শেফ দ্য মিশন হিসেবে অলিম্পিকের পদক জয়ীকেই চাইছিলাম। মেরি কমের বদলে গগন নারাং রাজি হয়েছে এই দায়িত্ব নিতে। অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ পিভি সিন্ধু দেশের পতাকা বহন করবে। ওর সঙ্গে থাকবে শরথ কমল। আশা করছি প্যারিস অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদরা সেরাটাই দেবে।'' উল্লেখ্য, এই শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাওয়ার কথা ছিল মেরি কমের। কিন্তু তিনি আচমকাই সরে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। এরপরই গগন নারাংকে দায়িত্ব দেওয়া হল শেফ দ্য মিশন হিসেবে।