প্যারিস: প্যারিস অলিম্পিক্সের মঞ্চে প্রথম পদক এসেছে শ্যুটিংয়ে। রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মানু ভাকের। তবে এই শুরু। আজ আরও দুটো পদকের ম্য়াচ রয়েছে ভারতের। তাও আবার শ্য়ুটিংয়েই। এছাড়াও ব্যাডমিন্টনে ফের একবার নামবেন লক্ষ্য সেন। এছাড়াও তিরন্দাজি, হকি ও টেবিল টেনিসেও সোমবার ভারতের ম্য়াচ রয়েছে অলিম্পিক্সে। এক নজরে দেখে নেওয়া যাক ২৯ জুলাই ভারতের সূচি -


ব্যাডমিন্টন


পুরুষদের ডাবলস (গ্রুপ পর্ব)


সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি (ভারতীয় সময় দুপুর ১২)


মহিলাদের ডাবলস (গ্রুপ পর্ব)


তানিসা ক্রাস্টো-অশ্বিনি পোনাপ্পা (ভারতীয় সময় ১২.৫০ থেকে)


পুরুষ সিঙ্গলস (গ্রুপ পর্ব)


লক্ষ্য সেন ( বিকেল ৫.৩০)


শ্যুটিং


১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম কোয়ালিফিকেশন


সরবজ্যোৎ- মানু ভাকের, অর্জুন সিংহ চিমা- হৃদম সাঙ্গওয়ান (ভারতীয় সময় দুপুর ১২.৪৫)


১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের ফাইনাল


রমিতা জিন্দাল (ভারতীয় সময় দুপুর ১)


ট্র্যাপ মেন্স কোয়ালফিকেশন রাউন্ড


পৃথ্বীরাজ তোন্ডাইমান (ভারতীয় সময় দুপুর ১)


১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের ফাইনাল


অর্জুন বাবুতা (ভারতীয় সময় বিকেল ৩.৩০)


টেনিস


পুরুষদের ডাবলস


রোহন বোপান্না-শ্রীরাম বালাজি (ভারতীয় সময় বিকেল ৩.৩০)


হকি


ভারত বনাম আর্জেন্তিনা (ভারতীয় সময় বিকেল ৪.১৫)


টেবিল টেনিস


মহিলাদের সিঙ্গলস (প্রি কোয়ার্টার)


শ্রীজা আকুলা (ভারতীয় সময় রাত ১১.৩০)


তিরন্দাজি


মেন্স রিকার্ভ টিম কোয়ার্টারফাইনাল


ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীন রমেশ যাদব (ভারতীয় সময় সন্ধে ৬.৩০)


এছাড়াও এই তিরন্দাজি দল যদি কোয়ার্টারফাইনালে জেতে তবে তাঁরা সেমিতে প্রবেশ করবে। সেক্ষেত্রে সন্ধে ৭.৪০ থেকে শুরু হবে সেমিফাইনালের খেলা। সেমিতে হেরে গেলে ব্রোঞ্জ মেডেল ম্য়াচ রয়েছে। যা ভারতীয় সময় রাত ৮.১৮ থেকে শুরু হওয়ার কথা। শেষ চারের লড়াইয়ে জিতলে সোনার লড়াইয়ে এই দল নামবে রাত ৮.৪১ এ। 


উল্লেখ্য, রবিবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছন রমিতা জিন্দাল। এক নয় অবশ্য দুই দুই ভারতীয় শ্যুটারের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু যেখানে রমিতা শেষের দিকে দুরন্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছন, সেখানে শেষ রাউন্ডে ভরাডুবি এলাভেনিল ভালারিভানের। চূড়ান্ত হতাশ করলেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে প্রথম আটজনই ফাইনালে নামার ছাড়পত্র পান। সেখানে ৬৩১.৫ স্কোরের সুবাদে পঞ্চম স্থানে শেষ করলেন রমিতা। অবশ্য শুরু থেকে এলাভেনিলই ভাল পারফর্ম করছিলেন। শেষমেষ আটজনের মধ্যেও থাকতে পারলেন না তিনি। শেষ করলেন দশম স্থানে। তাঁর স্কোর ৬৩০.৭। শেষ রাউন্ডেই তরী ডুবল তাঁর।