প্যারিস: সেমিতে ভাল খেলেও ম্য়াচ হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় ম্য়াচে প্রথম গেমের পর মনে হচ্ছিল, এবার অন্তত তেমনটা হবে না। কিন্তু এই ম্য়াচেও সেই হতাশাই সঙ্গী থাকল। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সিঙ্গলসে ব্রোঞ্জ ম্য়াচও হাতছাড়া করলেন লক্ষ্য সেন। মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী লি জি জিয়ার বিরুদ্ধে ২১-১৩, ১৬-২১, ২১-১১ ব্যবধানে হেরে গেলেন লক্ষ্য। প্রথম গেম জিতে নিয়েছিলেন। দ্বিতীয় ও তৃতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী। গত দুটো ম্য়াচেই শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেলেন ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা। 


সোনা ও রুপোর লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন রবিবার। কিন্তু আশা ছিল তবুও যে ব্রোঞ্জ ম্য়াচ জিতে হয়ত দুধের স্বাদ ঘোলে মেটাবেন লক্ষ্য। এদিন শুরুটাও দুর্দান্ত করেছিলেন। প্রথম গেমে একপ্রকার দাঁড়াতেই দেননি লক্ষ্য। উত্তরাখণ্ডের তরুণ শাটলার ২১-১৩ ব্যবধানে প্রথম গেমে জয় ছিনিয়ে নিয়ছিলেন। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ঘুরে দাঁড়ালেন মালয়েশিয়ার শাটলার। বিশ্বের সাত নম্বর তিনি। কেন? তা বুঝিয়ে দিলেন লি জি জিয়া। দ্বিতীয় গেমে তবুও ঘাড়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করেছিলেন লক্ষ্য। সেই গেমে ১৫৬-২১ ব্যবধানে হেরে যান ভারতের শাটলার। তবে তৃতীয় গেমে একেবারেই দাঁড়াতে পারেননি ভারতের তরুণ শাটলার। 


ম্য়াচের প্রথম গেমের পর থেকেই কনুইয়ের চোট কিছুটা ভুগিয়েছিল লক্ষ্যকে। বারবার ম্য়াচের মাঝেই ব্যান্ডেজ লাগাচ্ছিলেন। ব্যান্ডেজ বদল করছিলেন। ফিজিও ও চিকিৎসকের সাহায্য নিচ্ছিলেন। অন্য়দিকে বিশ্বের সাত নম্বর শাটলার লি জিয়ের স্ম্য়াশের কোনও জবাবই দিতে পারছিলেন না লক্ষ্য। বয়স ও অভিজ্ঞতার সামনেই কিছুটা পিছিয়ে পড়েছিলেন লক্ষ্য। 


টেবিল টেনিসে কোয়ার্টারে ভারতের মহিলা দল


প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে টেবিল টেনিসে হতাশ করেছিলেন মনিকা বাত্রা। কিন্তু টেবিল টেনিসে মহিলাদের দলগত বিভাগের শেষ ষোলোয় রোমানিয়ার বিরুদ্ধে পরপর ২ ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। তারপর ২টি ম্যাচ হেরে যাওয়ার পর ২-২ হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মণিকা বাত্রা ম্যাচ জিতে দলকে তুলে দিলেন কোয়ার্টার ফাইনালে। নাটকীয় দ্বৈরথে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা রোমানিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক্স টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। টিম ইভেন্টে ভারতীয় মহিলা টিটি দল কিন্তু একটি পদক নি.য়ে আসতেই পারে। 


আরও পড়ুন: ভারতীয় শিবিরে আতঙ্কের নাম জেফ্রি ভ্যান্ডারসে, কে এই রহস্যময় স্পিনার?