কলম্বো: গতকাল চারিথ আসালাঙ্কা যখন শ্রীলঙ্কা একাদশ ঘোষণা করছিলেন তখন জেফ্রি ভ্যান্ডারসকে শুধু হাসারাঙ্গার পরিবর্ত হিসেবেই ঘোষণা করেছিলেন। কিন্ত গতকাল দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের পর ভারতীয় ক্রিকেট দলের কাছে আতঙ্কের নাম জেফ্রি ভ্যান্ডারসে। ৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল। যার নেপথ্যে জেফ্রির ঝুলিতে থাকা ৬ উইকেট। ৭ ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা। সব ঠিকঠাক থাকলে ভ্যান্ডারসের কিন্তু এই ম্যাচ খেলারই কথা ছিল না। প্রথম ওয়ান ডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট তাঁকে দলে সুযোগ পাইয়ে দেয়। প্রথম সারির চার ফাস্ট বোলারের চোট এবং হাসারাঙ্গার অনুপস্থিতিতে এই ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে দ্বীপরাষ্ট্র। সেই পরিকল্পনা যে তাঁদের কাজেই লেগেছে তা বলাই বাহুল্য। একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন ভ্যান্ডারসে।


 






শ্রীলঙ্কা প্রথমে ব্য়াটিং করতে নেমে ২৪০ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ২০৮ রানেই অল আউট হয়ে যায় ভারত। একটা সময় কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৯৭ রান তুলে নিয়েছিল ভারত। কিন্তু ভারত ও জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান ৩৪ বছরের স্পিনার ভ্যান্ডারসে। নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ৩৩ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন ভ্যান্ডারসে। রোহিত, কোহলি, দুবে, শ্রেয়স, গিল, রাহুল টপ থেকে মিডল অর্ডার পুরোটাই ভেঙে দিয়েছিলেন ভ্যান্ডারসে নিজেই। 


২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক। সাত উইকেট ঝুলিতে পুরেছেন ভ্যান্ডারসে। ২০ রান করেছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটেও ২০১৫ সালেই অভিষেক কিউয়িদের বিরুদ্ধে। ২২ ম্য়াচে ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গলে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয়। হাসারাঙ্গা দলে থাকায় সেভাবে জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। তাছাড়া বয়স ও ফিটনেসও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল ভ্যান্ডারসের কেরিয়ারে। যদিও ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই স্পিনার।


আরও পড়ুন: এত বড় ভুল! বঞ্চিত দুই দল? ভারত-শ্রীলঙ্কা সিরিজের নিয়ম নিয়ে তুমুল বিতর্ক