হরিয়ানা: কুস্তিই তাঁকে পরিচিতি দিয়েছিল। নিজের স্বপ্ন দেখতেন দেশের হয়ে অলিম্পিক্সে খেলার। অলিম্পিক্সে পদক জয়ের। পরিবারের সব মেয়েকেই কুস্তি শিখিয়েছিলেন। কুস্তির আঙিনায় সেরা করে তুলেছিলেন। তিন মেয়ে গীতা, সঙ্গীতা, ববিতা প্রত্যেকেই দেশের নাম উজ্জ্বল করেছেন কুস্তিতে। ভাই রাজপাল ফোগতের মেয়ে বিনেশের কুস্তিতে হাতেখড়িও জেঠু মহাবীর ফোগতের (Mahavir Phogat) হাত ধরেই। এবার বিনেশের অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন দ্রােণাচার্য সম্মানে সম্মানিত হওয়া প্রাক্তন কোচ ও অলিম্পিয়ান মহাবীর সিংহ ফোগত। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য বিনেশের অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার খবর শোনার পর থেকে যিনি হতাশ। 


সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মহাবীর বলেন, ''আমার কিছু বলার নেই। গোটা দেশ ওর থেকে সোনা আশা করে বসেছিল। নিয়ম আছে অবশ্যই। কিন্তু সাধারণত কারও ওজন যদি ৫০-১০০ গ্রাম বেশি হয়, তবে কিন্তু সে খেলতে পারে। এতে অসুবিধে হওয়ার কথা না। আমি দেশবাসীকে অনুরোধ করব হতাশ হবেন না। একদিন ও অবশ্যই পদক জিতে নিয়ে আসবে দেশের জন্য়। আমি ওকে পরের বারের জন্য নিজে হাতে তৈরি করব।''


বিনেশের অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।''


শুধু প্যারিসের রিংয়ে নয়, লড়াই টা তো চলছিল গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ। ঝড়, জল উপেক্ষা করে যন্তর মন্তরে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে প্রতিবাদ আন্দোলন করে গিয়েছেন মাসের পর মাস। প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির বাড়িও টলাতে পারেনি তাঁর আত্মপ্রত্যয়। ভিনেশদের আন্দোলনের জেরে গদি ছাড়তে হয় ব্রিজ ভূষণকে। যদিও কুস্তি সংস্থার ক্ষমতা তাঁর কুক্ষিগত থেকেই গেছে। এই বিতর্ক-আন্দোলন প্রভাব ফেলেছিল অলিম্পিক্সের প্রস্তুতিতেও। তবুও দাঁতে দাঁত চেপে লড়ে প্যারিসের যোগ্যতা অর্জন করেছিলেন ভিনেশ। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় ফাইনালে উঠেও হেরে গেলেন তারকা কুস্তিগীর।