প্যারিস: অলিম্পিক্সে আরও একটি পদক জয়ের সম্ভাবনা ছিল। ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন গতকাল। কিন্তু অষ্টম সিরিজের শেষে ২৮ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করলেন মনু ভাকের। অল্পের জন্য পদক জেতা হল না। পদকের হ্যাটট্রিক অল্পের জন্য হল না। প্রথম সিরিজের শেষ ৬ নম্বরে ছিলেন মনু। দ্বিতীয় সিরিজে ৪টি হিট করেছিলেন মনু। একটি মিস করেছিলেন। তৃতীয় সিরিজের শেষে তালিকায় দুই নম্বরে উঠে এসেছিলেন মনু ভাকের। পঞ্চম সিরিজের শেষে পাঁচটিই হিট করেন মনু। সাতটি সিরিজের পর ২ নম্বর পজিশনে ছিলেন মনু ২৮ স্কোর করে। কিন্তু শেষ দুটো সিরিজে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি তিনি। 


মূলত কোরিয়া, ফ্রান্স ও হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই ছিল মনুর। একটা সময় দ্বিতীয় স্থানেও ছিলেন মনু। দক্ষিণ কোরিয়ার জিন ইয়াংয়কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছিলেন ঝাজ্জরের তরুণী। কিন্তু হঠাৎ করেই সপ্তম সিরিজে ভাল পারফর্ম না করতে পারার খেসারত দিতে হল তাঁকে। তৃতীয় ও চতুর্থ স্থানের এলিমিনেশন শ্যুট অফে দুটো হিট মিস করায় চতুর্থ স্থানে নেমে যান তিনি। 






ফাইনালে মোট ৩৭ স্কোর করে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। ২১ বছরের এই শ্যুটার হত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। সম পয়েন্ট পেয়েই রুপো জেতেন ফ্রান্সের ক্যামেলি জেদ্রেস্কি। ৩১ স্কোর করে ব্রোঞ্জ জেতেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। 


দুটো পদক নিয়েই দেশে ফিরছেন মনু। টোকিওতে তো বন্দুকই ধোঁকা দিয়েছিল। অথচ প্যারিসে একেবারে জোড়া পদক। যদিও ২৫ মিটার পিস্তল ইভেন্টেও পদকের বিষয়ে আশাবাদী ছিলেন। বিশেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে শেষ করার পর। কিন্তু তা হল না। খেলার পর জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেন, ''সবকিছুর একটা পরের ধাপ থাকে। কোনও কিছুই থেমে থাকে না। আমি এটা নিয়ে আর ভাবছি না। পরের লক্ষ্য নিয়ে ভাবব। আগামীবার নিজেকে আরও প্রস্তুত করে নিয়ে আসব। নিজের সেরাটা দিয়ে পদক জেতার চেষ্টা করব।'' উল্লেখ্য, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের।