অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উইকএন্ড মানেই টুক করে কোথাও ঘুরে আসা। আর এই বর্ষায় সমুদ্র মানেই রোমান্স। আর বর্ষায় বাঙালির সমুদ্রবিলাস মানেই টুক করে দিঘা। এ সপ্তাহে শুক্রবারও দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময়সূচি৷ গতকাল হাওড়া থেকে দিঘার একাধিক ট্রেনের সময় বদল হয়েছিল। হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস,হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস , হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেসের সময় বদল করা হয়। দেরিতে চলার কারণেই এই সময় বদল ছিল। তার জেরে আবার শনিবারও দিঘার একাধিক ট্রেনের সময় বদল করা হল। তাই যাঁরা আজ দিঘা যাওয়া বা দিঘা থেকে ফেরার পরিকল্পনা করেছেন, তাঁদের শিড্যুল এদিক-ওদিক হবে।
- 12857 হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩ অগাস্ট তারিখে সকাল ৬ টা ৪৫ এর পরিবর্তে ৮ টা ৪৫ এ হাওড়া থেকে ছেড়েছে। লিঙ্ক রেক দেরিতে আসার কারণেই এই সময় পরিবর্তন।
- 12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩ অগাস্ট তারিখে সকাল ১০ টা ৩৫ এর পরিবর্তে ১২ টা ৩৫ এ দিঘা থেকে ছাড়বে। এক্ষেত্রেও লিঙ্ক রেক দেরিতে চলার কারণেই এই সমস্যা।
- 22897 হাওড়া-দীঘা কাণ্ডারি এক্সপ্রেস ৩ তারিখ দুপুর ২ টো ২৫ এর পরিবর্তে বিকেল ৪ টো ২৫ এ হাওড়া থেকে ছাড়বে। লিঙ্ক রেক দেরিতে চলার কারণেই এই সময়সূচি বদল।
- 22898 দিঘা-হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস ৩ অগাস্ট সন্ধে ৬ টা ২৫ এর পরিবর্তে রাত ৮ টা ২৫ এ দিঘা থেকে ছাড়বে। লিঙ্ক রেক দেরিতে চলার জন্যই এক্ষেত্রে রিশিড্যুলিং।
- 12871 হাওড়া-তিতলাগড় এক্সপ্রেস ৩ অগাস্ট হাওড়া থেকে ১১ টায় ছাড়বে
গত মাসে পর্যটকদের চাহিদা সামলাতে বিশেষ ট্রেন চালিয়েছিল রেল। কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল ট্রেনগুলি।
কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন চালানো হয় শনি ও রবিবার। Kolkata Station থেকে Digha Special Train গুলি ছাড়ে। পূর্বরেলের ঘোষণা মতোই ৭ জুলাই, অর্থাৎ রথের দিন থেকে পরিষেবা শুরু হয়েছিল। ২৮ জুলাই পর্যন্ত শনি-রবিবার এই সার্ভিস চালু ছিল। এবার পর্যটকদের চাহিদা মেটাতে এই ব্যবস্থা আগামীতে আবার রেল চালু করে কি না, সেদিকেই তাকিয়ে অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:
তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?