প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের সবচেয়ে সফল অ্যাথলিট এখনও পর্যন্ত তিনিই। ভারত তিনটি পদক জিতেছে এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে। তার মধ্যে দুটো ব্রোঞ্জই জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনুষ। এবার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে পতাকা বাহকের দায়িত্ব পেতে চলেছেন ২২ বছরের এই তরুণী শ্যুটার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওসির তরফে এক বিবৃতিতে এই বিষয় জানানো হয়েছে। তবে পুরুষদের দলের হয়ে কে পতাকা বইবেন সমাপ্তি অনুষ্ঠানে, তা এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, আগামী ১১ আগস্ট প্যারিসে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান হবে।
মনুই ভারতের হয়ে এবারের অলিম্পিক্সে প্রথম পদক জেতেন। ১০ মিটার ব্যক্তিগত এয়ার পিস্তল ইভেন্টে তাঁর হাত ধরে ব্রোঞ্জ ঘরে তোলে ভারত। এরপর মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলে আরও একটি ব্রোঞ্জ আসে। এবার সরবজ্যোৎ সিংহকে সঙ্গে নিয়ে পদক জেতেন মনু। শ্যুটিং থেকেই তৃতীয় পদক এসেছিল ভারতের। স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু অন্য কোনও ইভেন্টেই এখনও পদকের সম্ভাবনা তৈরি করা বা জিততে পারেননি ভারতের অ্যাথলিটরা।
শনিবার মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে একটা সময় দ্বিতীয় স্থানে ছিলেন মনু। প্রথম পাঁচটি সিরিজের পর মনে হচ্ছিল এই ইভেন্টেও হয়ত একটি পদক জিততে চলেছে ভারত। মনুর হাত ধরেই হয়ত ফের পদক আসবে। কিন্তু সপ্তম সিরিজের পরই তৃতীয় ও চতুর্থ স্থানের এলিমিনেশন রাউন্ড খেলতে হয় ও সেখানেই হাঙেরির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে যেতে হয় মনুকে।
গতকাল ম্যাচের পর মনু বলেছেন, 'আমার তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পরই কোচ বলেন, একটা ব্যাপার জানো কী? ইতিহাস হল ইতিহাস। এখন বর্তমানে থাকো। পরে ভেবে দেখো কী করে কী হল।' মনুর সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন অলিম্পিয়ান যশপাল রানা। মনু বলছেন, ''যশপাল স্যর আমাকে বর্তমানে থাকতে খুব সাহায্য করেছেন। তৃতীয় পদক জেতার জন্য কোনও চাপ ছিল না তবে আমি নিজে চেয়েছিলাম নিজের সেরাটা দিতে। একটা দারুণ ম্যাচ খেলার চেষ্টা করেছি। অবশ্যই চতুর্থ হওয়াটা ভাল লাগার মতো বিষয় নয়। তবে সব কিছুরই পরের বার বলে একটা বিষয় রয়েছে এবং সেটা আমার জন্যও রয়েছে।''