মুম্বই: প্রতি বছরই গুরু পূর্ণিমার দিনে নিজের ক্রিকেট শিক্ষর প্রয়াত রামাকান্ত আচরেকরকে (Ramakanta Achrekar) শ্রদ্ধার্ঘ্য জানান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবছরও গুরু পূর্ণিমার পুন্য তিথিতে সচিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তাঁর কোচকে। তবে শুধু রামাকান্ত আচরেকরকেই না। সামনেই প্যারিস অলিম্পিক্সের আসর। ভারতের ১১৭ জন অ্যাথলিটও অংশ নিতে চলেছেন এই মেগা টুর্নামেন্টে। প্যারিসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে যাওয়া কোচেদের গুরু পূর্ণিমার জন্য শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার।


নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন লিখেছেন, ''গুরু পূর্ণিমা হল সেই দিনটি যেদিন আমরা আমাদের গুরুদের আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য তাদের গভীর প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই। আজ, আমি মনে করি এবং আচরেকর স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমার জীবনে যে পার্থক্য এনেছেন তার জন্য। আচরেকর স্যার ক্রিকেটে তাঁর অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ছিলেন। খেলাধুলা ও খেলোয়াড়দের প্রতি তার নিবেদন ছিল অতুলনীয়। ঠিক তার মতো, অনেক কোচ ভারতে খেলাধুলার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সামনেই অলিম্পিক্স। তাই আমি অলিম্পিক খেলা সব কোচকে তাঁদের উৎসর্গ করতে চাই। তাঁদের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানাতে চাই। গোটা দেশ আপনাদের অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। প্যারিস অলিম্পিকে সমস্ত কোচ এবং তাদের খেলোয়াড়দের জন্য আমার শুভেচ্ছা।''


 






এর আগে বিরাট কোহলি প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, ''আমাদের ভাই-বোনেরা পদকের খিদে নিয়ে প্যারিসে যাচ্ছে। কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে। ওঁরা মঞ্চে পা দেবেন যখন, তখন স্নায়ুর চাপও বাড়বে। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া…এই সুরই শোনা যাবে চারিদিকে। আমি ওঁদের সমর্থন করব। গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।''


উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে ভারত ৭টি পদক জিতেছিল। তার মধ্যে একটি সোনাও ছিল। নীরজ চোপড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে সোনা জিতেছিলেন। এবার পদক জয়ের সংখ্যা বাড়বে, এমনটাই আশা রাখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।