প্যারিস: অলিম্পিক্সে প্রথম পদক জয়ের সম্ভাবনা বাড়ল ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মানু ভাকের। ছেলেরা শ্যুটিংয়ে হতাশ করেছিল। তবে মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ২২ বছরের এই তরুণী শ্যুটার। সেরা আটজন ফাইনালে রবিবার প্রতিদ্বন্দ্বীতা করতে নামবেন। ভারতীয় সময় বিকেল ৩.৩০টায় ফাইনালে নামবেন মানু।


ফাইনালে ওঠার পথে মানু স্কোর করেছিলেন ৫৮০। তিনি তিন নম্বরে ছিলেন। প্রথম স্থানে শেষ করেছেন হাঙেরি ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে জিন ইয়ে ওহ। দুজনেই ৫৮২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের মানু ভাকের। ভারতের আরেক মহিলা শ্যুটার রিদম সাঙ্গওয়ান ছিলেন যোগ্যতা অর্জন পর্বে ৫৭৩ স্কোর করেছেন। তিনি প্রথম আটে জায়গা করে নিতে পারেননি।


টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পর্বে মানুর পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। তাই এবার বেশ সতর্ক ছিলেন তিনি। এদিন ছয়টি সিরিজে মানু ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ ও ৯৬ স্কোর করেন। ৬০টি শটের মধ্যে ২৭টি ইনার টেনে। আগের বার যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড থেকে ছিটকে স্বপ্নভঙ্গ হয়েছিল মানুর। এবার ফাইনালে উঠে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন এই তরুণী। এদিন তৃতীয় স্থানে থেকে ফাইনালে ওঠা মানু আগামীকালও তৃতীয় স্থান যদি ন্যূনতম ধরে রাখতে পারেন, ব্রোঞ্জ কিন্তু পাকা হয়ে যাচ্ছে। 


এদিকে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানেই বিতর্ক। অলিম্পিক্সকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অভিনব। স্যেন (Siene) নদীর উপরে নৌকায় চড়ে প্যারেড করেন বিভিন্ন দেশের প্রায় সাত হাজার অ্যাথলিট। আর সেই সময়ই বিপত্তি। দক্ষিণ কোরিয়া মার্চ পাস্টে এলে মাইকে প্রথমে ফরাসি ভাষায় ঘোষণা করা হয়, 'রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।' পরে ইংরেজিতে তর্জমা করে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' যা আদতে উত্তর কোরিয়ার সরকারি নাম!  উত্তর কোরিয়াকে সরকারিভাবে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়াকে বলা হয় 'রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় হতাশা প্রকাশ করেন। অলিম্পিক্সের উদ্যোক্তাদের এই বিরাট ভুলের জন্য হইচই পড়ে গিয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। আইওসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষমাপ্রার্থনা করে একটি পোস্ট করেছে।