প্যারিস: সোনার দিন। পদকের দিন।
প্যারিস প্যারিলিম্পিক্সে (Paris Paralympics) সোমবার দিনটা স্মরণীয় করে রাখলেন ভারতীয় অ্যাথলিটরা। শুরু হয়েছিল যোগেশ কাঠুনিয়ার ডিসকাস থ্রোয়ে রুপো জয় দিয়ে। তারপর ব্যাডমিন্টনে সোনা জেতেন ভারতের নীতেশ কুমার।
রাতের দিকে আরও গর্বের মুহূর্ত উপহার দিলেন সুমিত আন্টিল (Sumit Antil)। জ্যাভলিন থ্রোয়ে রেকর্ড দূরত্ব অতিক্রম করে সোনা জিতলেন সুমিত। গত অলিম্পিক্সেও জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন সুমিত। অলিম্পিক্সে টোকিও থেকে জ্যাভলিনে সোনা জিতলেও প্যারিসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। সুমিত অবশ্য পরপর দুই প্যারালিম্পিক্সে সোনা জিতে নজির গড়লেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নতুন রেকর্ডও গড়লেন। এফ ৬৪ ফাইনালে ৭০.৫৯ মিটার জ্যাভলিন ছুড়ে প্যারালিম্পিক্সে রেকর্ড গড়েন তিনি। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অল্পের জন্য পদক পেলেন না ভারতেরই দুই সন্দীপ। একজন চতুর্থ ও আর একজন সপ্তম স্থানে শেষ করলেন।
তিরন্দাজিতে মিক্সড টিম বিভাগে পদক জিতলেন ভারতের শীতল দেবী ও রাকেশ কুমার। দুজনে মিক্সড টিম বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষ ব্যাডমিন্টনে এল আরও একটি পদক। পুরুষদের সিঙ্গলসে এস এল ফোর বিভাগের ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন ভারতের সুহাস ইয়াথিরাজ (Suhas Yathiraj)। তবে ৯-২১, ১৩-২১ ব্যবধানে ম্যাচ হারলেও রুপো জিতলেন ভারতের শাটলার। এর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রুপো জিতেছিলেন সুহাস। পরপর দুই প্যারালিম্পিক্সে রুপো জিতলেন তিনি। ঘটনা হচ্ছে, টোকিও প্যারালিম্পিক্সেও ফাইনালে লুকাস মাজুরের কাছেই পরাস্ত হতে হয়েছিল তাঁকে। মহিলাদের ব্যাডমিন্টনে রুপো জিতেছেন থুলাসিমাথি মুরুগেসান।
সব মিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্যারালিম্পিক্সে ৩টি সোনা, পাঁচটি রুপো ও ৬টি ব্রোঞ্জ সহ মোট ১৪টি পদক জিতেছে ভারত।
আরও পড়ুন: পাহাড় চূড়াতেও RG করের ন্যায়বিচারের দাবি, সাড়ে ৬ হাজার ফিট উচ্চতায় অভিনব প্রতিবাদ