ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: মহাপীঠ তারাপীঠের মতোই বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠ। অমাবস্যার বিশেষ তিথি কৌশিকী অমাবস্যাকে ঘিরে সেজে উঠেছে কঙ্কালীতলা। এই বিশেষ  দিনটিতে কঙ্কালীতলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারাপীঠে ভিড় জমান। এবার আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মায়ের কাছে পুজো দেন অনেক ভক্ত। 


এদিন ভক্তদের সুবিধার্থে ভোগ খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠের মন্দিরের ন্যায় কঙ্কালী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। মা তাঁকে নিরাশা করেনি। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান।


এছাড়াও শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই 'কৌশিকী অমাবস্যা' নামটি এসেছে।আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী ‘তারা’ মর্ত ধামে আবির্ভূত হন৷ এ বছর মন্দির চত্বরে প্রচুর ভক্তদের সমাগম। তাই জাকজমকপূর্ণ ভাবে কৌশিকী অমাবস্যার পুজোর আয়োজন হয়েছে কঙ্কালীতলায়। 


আরও পড়ুন, ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, আজ ১৫তম দিনে কী অপেক্ষা করছে ?


কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্‍ কোমর পড়েছিল। তখন থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা। মতভেদে, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল। তখন থেকেই এই নামকরণ। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হন। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। স্থানীয়রা বলেন বহু মাহাত্ম্য লুকিয়ে রয়েছে তাতে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্থর খণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রস্থর খণ্ডগুলি কুণ্ড জলে শুকিয়ে যাওয়ার পর তোলা হয়, পরে পুজোর পর সেগুলিকে পুনরায় কুন্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। আরও শোনা যায়, কঙ্কালীতলার কুন্ডের সঙ্গে কাশীর মনিকরনিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনাও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।