নয়াদিল্লি: ডোপিংয়ে অভিযুক্ত কুস্তিগির নরসিংহ যাদবের বদলে রিও অলিম্পিকের ৭৪ কেজি বিভাগে প্রবীণ রানাকে পাঠাতে পারে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর কাছে নরসিংহের পরিবর্ত হিসেবে প্রবীণের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হলে প্রবীণই রিও-তে যাবেন।
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করা নরসিংহকে সাসপেন্ড করেছে আইওএ। এই কুস্তিগিরের রিও গেমসে যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইওএ-কে জানিয়ে দেওয়া হয়েছে, অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব মিটে যাওয়ার পর নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠায় তাঁর পরিবর্ত হিসেবে অন্য কাউকে রিও-তে পাঠাতে পারবে ভারত। না হলে এই জায়গাটি ফাঁকাই থেকে যাবে। এ কথা জানার পরেই প্রবীণকে অলিম্পিকে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে আইওএ।
২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন নরসিংহ। কিন্তু সম্প্রতি জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ এনেছে। এই কারণেই আপাতত নরসিংহকে রিও-তে পাঠাচ্ছে না আইওএ। আজ এই কুস্তিগিরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর অভিযোগ অনুযায়ী যদি চক্রান্তের তত্ত্ব প্রমাণিত হয়, তাহলে ফের ডোপ টেস্ট হবে। সেই পরীক্ষায় পাশ করলে নরসিংহই রিও যাবেন।
নরসিংহের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্য প্রবীণকে জর্জিয়ায় ভারতীয় কুস্তি দলের প্রস্তুতি শিবিরে পাঠানো হচ্ছে। আজই জর্জিয়া যাচ্ছেন কয়েক বছর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা প্রবীণ।
নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠার পর তাঁর বদলে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারকে রিও-তে পাঠানো হবে বলে মনে করছিল দেশের ক্রীড়া মহল। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে আইওএ।
রিও অলিম্পিকে নরসিংহের বদলি প্রবীণ রানা
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2016 04:38 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -