কলকাতা: কোন ব্যাটসম্যামনকে বল করা সবথেকে কঠিন? জানেন, এই প্রশ্নের উত্তের প্যাট কামিন্স কার কথা বললেন? আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেস্ট বোলার কোনও দ্বিধা না করেই জানিয়ে দিলেন, চেতেশ্বর পূজারাকে বল করা সবথেকে কঠিন।



অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বে অজি তারকাকে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেতেশ্বর পূজারাকে বল করা ‘সত্যিই যন্ত্রণার’। পূজারার প্রশংসা করে প্যাট কামিন্স বলেন, “দুর্ভাগ্যক্রমে এমন অনেকেই আছে যাদের বল করা সত্যিই যন্ত্রণাদায়ক। তবে আমি এমন একজনের কথা বলব, যে সকেলের থেকে একটু আলাদা। শেষ গ্রীষ্মে ও আমাদের অনেক কষ্ট দিয়েছে। ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে বল করা সত্যিই যন্ত্রণার।”


তিনি আরও বলেন, “সেই সিরিজটায় ও  সত্যিই অনবদ্য ছিল। সারাদিন ধরে একাগ্র। দিনের পর দিন একই রকম একাগ্রতা দেখেছি। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ও সবথেকে কঠিনতম ব্যাটসম্যান।”


গত বছর (২০১৮-১৯) অস্ট্রেলিয়ায় গিয়ে বিরাট কোহলির নেতৃত্ব টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিরাটই প্রথম ভারত অধিনায়ক, যিনি অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছেন। আর এই জয়ের নেপথ্য নায়ক ছিলেন চেতেশ্বর পূজারা। ৪ ম্যাচে ৭ ইনিংস মিলিয়ে তাঁর রান ছিল ৫২১। গড় প্রায় ৭৫। এই সিরিজে ৩টি শতরানও করেন পূজারা। সর্বোচ্চ ১৯৩।


অন্যদিকে ওই সিরিজে প্যাট কামিন্স ব্যাটে সফল হওয়ার সঙ্গেই ১৪টি উইকেটও নিয়েছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকেই তিনি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের (বোলিং) শীর্ষে।