রমজানের পবিত্র সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
সাবেকি পোশাকে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কপূর। কালো-সাদা ছবিতে নজর কেড়ে নিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
সুন্দর একটি ছবি পোস্ট করে তাঁর পরিবার ও পতৌঢি পরিবারের তরফে রমজান মুবারক জানিয়েছেন সোহা আলি খান।
সময়টা একে অপরের পাশে দাঁড়ানোর... বার্তা দিয়ে রমজান মুবারক জানিয়েছেন হুমা কুরেশি। সময়টা কঠিন। যাঁরা সামনে থেকে করোনা যুদ্ধে লড়ছেন, তাঁঁদের জন্য প্রার্্থনা করুন, আবেদন হুুমার।
সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেই রমজান পালন করুন, আবেদন জানালেন নোরা ফতেহি।