বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের মাঠে হারিয়ে চলতি আইপিএলে জয়ে ফিরল নাইট রাইডার্স। এদিন চিন্নাস্বামীতে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তোলে বিরাট কোহলির দল। ব্যাঙ্গালোরের হয়ে সফল ছিলেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক কোহলি। দুজনই অর্ধশতক (৫২) রান করেন। এছাড়া শেন ওয়াটসন করেন ৩৪। তবে ব্যর্থ হন গেইল। কলকাতার হয়ে বল হাতে সফল হন মর্নি মর্কেল (২/২৮) এবং পীযূষ চাওলা (২/৩২)। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট-বাহিনী। রান তাড়া করতে এদিন গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইউসুফ পাঠান। ৬০ রানে তিনি অপরাজিত থাকেন। এছাড়া আন্দ্রে রাসেল করেন ৩৯। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল নাইটরা। এখন ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। অন্যদিকে, এই নিয়ে পরপর তিনটি ম্যাচ হারল কোহলির দল।