এই ক্যাচ দেখে জমিয়ে তারিফ করেন ভারতীয় দলের প্রাক্তন পেসার তথা ইউসুফের ভাই ইরফান পাঠান। তাঁর টুইট, এটা কি পাখি! না, এ তো ইউসুফ পাঠান। গ্রেট ক্যাচ লালা। প্রি সিজনে তোমার কঠিন পরিশ্রম ফল দিয়েছে।
ইউসুফের এই দুরন্ত ক্যাচের ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ট্যুইট করে তিনি বলেছেন, ইয়ে পাঠান কা হাত হ্যায় ঠাকুর।
এই ট্যুইটের জবাবে ইরফান লিখেছেন, পাঠানদের হাত ও কব্জিকে জাদু আছে।
উল্লেখ্য,ম্যাচ কিন্তু হেরে গিয়েছে বরোদা। ২০ ওভারে বরোদা করে মাত্র ১৪৯ রান। গোয়াও দ্রুত কয়েকটি উইকেট হারায়। কিন্তু শেষপর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।