নয়াদিল্লি: এক্সট্রা কভারে ফিল্ডিং করছিলেন। ব্যাটসম্যান জোরাল একটি শটে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ নিলেন ইউসুফ পাঠান। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ইউসুফের এই দুরন্ত ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ২০১২-তে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। নিজের ফিটনেস এখনও যে কতটা ভালো রেখেছেন, তারই প্রমাণ দিলেন সিনিয়র পাঠান। গোয়ার বিরুদ্ধে ম্যাচে বরোদার ইউসুফ এক্সট্রা কভারে ফিল্ডিং করছিলেন।গোয়ার অধিনায়ক দর্শন মিশাল একটা শট খেলেন। কিন্তু এই জোরাল শটে ইউসুফ যে যেভাবে ক্যাচ ধরলেন তা যেন বিশ্বাস হচ্ছিল না ব্যাটসম্যানের।
এই ক্যাচ দেখে জমিয়ে তারিফ করেন ভারতীয় দলের প্রাক্তন পেসার তথা ইউসুফের ভাই ইরফান পাঠান। তাঁর টুইট, এটা কি পাখি! না, এ তো ইউসুফ পাঠান। গ্রেট ক্যাচ লালা। প্রি সিজনে তোমার কঠিন পরিশ্রম ফল দিয়েছে।



ইউসুফের এই দুরন্ত ক্যাচের ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ট্যুইট করে তিনি বলেছেন, ইয়ে পাঠান কা হাত হ্যায় ঠাকুর।
এই ট্যুইটের জবাবে ইরফান লিখেছেন, পাঠানদের হাত ও কব্জিকে জাদু আছে।



উল্লেখ্য,ম্যাচ কিন্তু হেরে গিয়েছে বরোদা। ২০ ওভারে বরোদা করে মাত্র ১৪৯ রান। গোয়াও দ্রুত কয়েকটি উইকেট হারায়। কিন্তু শেষপর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।