মেলবোর্ন: আগামী বছরের ভারত সফরের জন্য এখন থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের তৈরি থাকার পরামর্শ দিচ্ছেন নতুন ব্যাটিং কোচ গ্রেম হিক। তাঁর মতে, ভারতে সফল হতে গেলে ব্যাটসম্যানদের আরও ধৈর্য ধরে খেলতে হবে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও জরুরি।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিক টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ভারতের বিরুদ্ধেই। তা-ও আবার ভারতের মাটিতে ১৭৮ রান। ১৯৯৩ সালে ভারত সফরে তিনটি টেস্টেই ইংল্যান্ড হারলেও, এই সফরেই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেন হিক। ভারতের মাটিতে খেলার সেই অভিজ্ঞতাই এবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সঙ্গে ভাগ করে নেবেন হিক।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উদ্দেশে নতুন ব্যাটিং কোচের পরামর্শ, ‘পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রাথমিক কাজ। অস্ট্রেলিয়া দল টেস্টে দ্রুত রান তুলে বিপক্ষকে চাপে ফেলে দিতে চায়। কিন্তু ভারতের মাটিতে যে দলগুলি সম্প্রতি সফল হয়েছে, তারা সবাই ধৈর্য ধরে ব্যাটিং করেছে। মনে রাখতে হবে, ভারতের মাটিতে খেলা কঠিনতম চ্যালেঞ্জগুলির অন্যতম।’
সম্প্রতি ভারতীয় উপমহাদেশে অস্ট্রেলিয়া সাফল্য পায়নি। শ্রীলঙ্কা সফরে টেস্টে ০-৩ ফলে হেরেছে ড্যারেন লেম্যানের দল। ভারতেও দীর্ঘদিন টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। ফলে আগামী বছরের সিরিজের আগে চাপে থাকবেন স্টিভ স্মিথরা। তবে হিক মনে করছেন, তাঁদের দলের ব্যাটসম্যানরা ভারত সফরে ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন। সবাই ভারতের মাটিতে সফল হওয়ার চ্যালেঞ্জ নিতে তৈরি। তাঁরা মানসিক প্রস্তুতি নিচ্ছেন।
ভারতে সাফল্যের জন্য ব্যাটসম্যানদের ধৈর্য জরুরি, বলছেন গ্রেম হিক
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 05:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -