নয়াদিল্লি: এশিয়া কাপে আগামীকাল বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখেোমুখি হচ্ছে ভারত। ক্রিকেটের মাঠে এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে মাঠের বাইরেও পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ের জন্য কোমর বাঁধল বিসিসিআই। পাক বোর্ডের দায়ের করা ক্ষতিপূরণের দাবি নিয়ে আগামী মাসে আইসিসি-তে শুনানির জন্য দুবাইয়ের একটি আইনি সংস্থা ও এক ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ করল বিসিসিআই। সমঝোতা স্মারকপত্র (মউ) স্বাক্ষর করার পরও ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় পাক ক্রিকেট বোর্ড ৪৪৭ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তাদের দাবি, ওই মউ অনুসারে ২০১৫ থেকে ২০২৩-এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। যদিও বিসিসিআই-এর বক্তব্য, ওই মউ বাধ্যতামূলক নয়। নথিতে দেওয়া কিছু প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে পিসিবি। পাকিস্তানের দাবির বিষয়ে আইসিসি-তে আগামী ১ থেকে ৩ অক্টোবর শুনানি হওয়ার কথা।  বিসিসিআই জানিয়েছে, আইসিসি-র বিবাদ নিষ্পত্তি কমিটিকে শুনানিতে দুবাইয়ের আইনি সংস্থা হার্বাট স্মিথ ফ্রিহিলস এবং ব্রিটিশ আইনজীবী কিউসি ইয়ান মিলসকে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন। শুনানি যেহেতু দুবাইতে হচ্ছে দুবাইয়ের আইনি সংস্থার প্রয়োজন রয়েছে। আইসিসি ব্রিটিশ আইন মেনে চলে। তাই কিউসি ইয়ান মিলসকেও নিয়োগ করা হয়েছে। বিসিসিআইয়ের আইনি দল দুবাইতে বৈঠক করেছে। বৈঠকে হাজির ছিলেন কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি এবং সিইও রাহুল জোহরি।