গত বছরের অক্টোবরে ক্রিকেট কমিটি গঠন করে পিসিবি। গতকালই পিসিবি বোর্ড অফ গভর্নর্সের বৈঠকের পর জানানো হয়, গত তিন বছরে দল, প্রধান কোচ মিকি আর্থার ও সাপোর্ট স্টাফদের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। আজ পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, মহসিন পদত্যাগ করার পর সংবিধান সংশোধন করে ম্যানেজিং ডিরেক্টরকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে। বিশ্বকাপের পর মহসিনকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে পিসিবি সূত্রে ইঙ্গিত মিলেছে। বিশ্বকাপে খারাপ ফলের জের, পিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মহসিন খান
Web Desk, ABP Ananda | 20 Jun 2019 05:20 PM (IST)
আজ পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, মহসিন পদত্যাগ করার পর সংবিধান সংশোধন করে ম্যানেজিং ডিরেক্টরকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
করাচি: চলতি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে দলে রদবদলের ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। তবে তার আগেই পিসিবি-তে পরিবর্তন শুরু হয়ে গেল। পদত্যাগ করলেন পিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খান। তাঁর বদলে দায়িত্ব নিচ্ছেন পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান।