করাচি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হল শারজিল খানকে। পিসিবি-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন ট্রাইব্যুনালের প্রধান লাহৌর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আসগর হায়দার ৬০ পাতার চূড়ান্ত রায়ে বলেছেন, শারজিল বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল তার সবকটিই প্রমাণিত হয়েছে। সেই কারণেই তাঁকে এই সাজা দেওয়া হল।
পিএসএল-এর দ্বিতীয় বছরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন শারজিল। পেশোয়ার জালমির বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্থের বিনিময়ে স্পট-ফিক্সিং করেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি সতীর্থ খালিদ লতিফের সঙ্গে দুবাইয়ের একটি হোটেলে বুকি ইউসুফ আনোয়ারের সঙ্গে দেখা করেন শারজিল। আলোচনায় ঠিক হয়েছিল, স্পট-ফিক্সিং করার আগে স্ট্রেচিং করার মাধ্যমে বুকিদের ইশারা করবেন শারজিল। সেই কথা অনুযায়ী পেশোয়ারের বিরুদ্ধে ম্যাচে তিনি ঠিক সেটাই করেন। প্রথমে স্ট্রেচিং করে তারপর দুটি ডট বলে খেলেন তিনি। স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পরেই শার্জিল ও লতিফকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পিসিবি। গত ৩০ অগাস্টই শারজিলকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করার কথা কথা ঘোষণা করে পিসিবি। এবার তাঁকে চূড়ান্ত রায়ের কথা জানিয়ে দিল দুর্নীতি দন ট্রাইব্যুনাল।
স্পট-ফিক্সিং: ৫ বছর নির্বাসিত শারজিল খান
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2017 09:25 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -