করাচি: পাকিস্তানের হকি ফেডারেশন ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা সব আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কটের ডাক দিলেও, সেদেশের ক্রিকেট বোর্ড উল্টো পথে হাঁটছে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক ছিন্ন করার পক্ষে নন।
লখনউয়ে অনুষ্ঠিত হতে চলা জুনিয়র বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়েই ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পাক হকি ফেডারেশন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও বাদ পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশনের বক্তব্য, ঠিক সময়ে বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি বলেই পাকিস্তানের বদলে মালয়েশিয়াকে বিশ্বকাপে নেওয়া হয়েছে। কিন্তু পাক হকি ফেডারেশনের অভিযোগ, আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রধান নরিন্দর বাত্রা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে বাদ দিয়েছেন। পাক হকি সংস্থার সচিব শাহবাজ আহমেদ বলেছেন, এই ঘটনার প্রতিবাদ হিসেবে ভবিষ্যতে তাঁরা ভারতে খেলতে যাবেন না।
কিন্তু পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘কোটি কোটি মানুষ ভারত-পাক ম্যাচ দেখতে চান। তাছাড়া দু দেশের খেলা হলে বোর্ড ও খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হয়। ভারতকে বয়কট করলে আমাদের আর্থিক ক্ষতি হবে। সেই কারণে আমরা এই ধরনের সিদ্ধান্ত নেব না। ভারতকে বয়কট করলে আমাদেরই ক্ষতি।’
কয়েকদিন আগেই শাহরিয়র বলেছিলেন, সিরিজ শুরু করার জন্য তাঁরা ভারতের পায়ে ধরবেন না। তবে দ্বিপাক্ষিক সিরিজ যাতে শুরু হয়, তার চেষ্টা চালিয়ে যাবেন। সেই বক্তব্যেই অনড় পিসিবি চেয়ারম্যান।
ভারতকে বয়কট: হকি ফেডারেশনের উল্টো সুর পিসিবি-র
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2016 09:46 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -