করাচি: ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার জন্য ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে প্রাথমিকভাবে সাসপেন্ড করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এদিন পিসিবি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আপাতত শেহজাদকে সাসপেন্ড করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে তিনি ‘বি’ নমুনা পরীক্ষা করতে দেবেন কি না, তা জানানোর জন্য এই ক্রিকেটারকে ১৮ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।


মে মাসে ফৈসলাবাদে পাকিস্তানের একটি ঘরোয়া টুর্নামেন্টের সময় ডোপ পরীক্ষা করা হয় ২৬ বছর বয়সী শেহজাদের। তাঁর মুত্রের ‘এ’ নমুনায় গাঁজার হদিস মেলে। এরপর, দেশের অ্যান্টি ডোপিং এজেন্সিকে স্বাধীন রিভিউ কমিটি গঠন করে নমুনার পুনর্পরীক্ষা করার নির্দেশ দেয় পিসিবি।


স্বাধীন বোর্ড নতুন পরীক্ষা করে তাদের ফলাফল জানিয়ে দিলে শেহজাদকে ডোপিংয়ের দায়ে নোটিস পাঠানো হয়। এখনও পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেননি অভিযুক্ত ক্রিকেটার। পিসিবি সূত্রের খবর, ২ বছর পর্যন্ত নির্বাসনের সম্মুখীন হতে পারেন এই ব্যাটসম্যান।


আরও পড়ুন:

ডোপ পরীক্ষায় ব্যর্থ পাক ওপেনার আহমেদ শাহজাদ, হতে পারে ৪ বছরের নির্বাসন