করাচি: লাহৌরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজনের পাশাপাশি এবার দেশের মাটিতে টেস্ট ম্যাচ আয়োজনের চেষ্টাও শুরু করে দেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চালাচ্ছেন পিসিবি কর্তারা। এ বছরের ডিসেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ সিরিজ আয়োজন করতে চাইছে পিসিবি। তার আগে পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য বাংলাদেশ সরকার ও বিসিবি-কে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে পিসিবি।


লাহৌরে রবিবার পিএসএল ফাইনাল হওয়ার কথা। বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে খেলেত যেতে রাজি না হলেও, লাহৌরেই ফাইনাল আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর পিসিবি। নির্বিঘ্নে এই ম্যাচ আয়োজন করতে পারলে বিশ্বের কাছে পিসিবি এই বার্তা দিতে পারবে যে, পাকিস্তান নিরাপদ। সেই কারণেই এই ম্যাচ আয়োজনে এত তৎপরতা দেখা যাচ্ছে।

২০০৯ সালের পর থেকে কোনও প্রথমসারির টেস্ট দল পাকিস্তান সফরে যায়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সফরের বিষয়ে প্রায় রাজি করিয়ে ফেলেছিল পিসিবি। কিন্তু শেষমুহূর্তে বেঁকে বসে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দেশে খেলা না হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। সেই কারণেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে উঠেছে পিসিবি।