কিন্তু জাতীয় নির্বাচকরা আর তাঁকে দলে নিতে চাইছেন না। বরং তাঁরা চাইছেন, সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। পাক সংবাদপত্রে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে। পিসিবি ও নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে আফ্রিদিকে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দিতে চাইছেন। সূত্রের খবর, আফ্রিদিকে বুঝিয়ে বলা হবে যে, আগামী টি-২০ বিশ্বকাপের জন্য একটা নতুন টি-২০ স্কোয়াড গড়ে তুলতে চাইছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ষোড়শ ব্যক্তি সদস্য হিসেবে আফ্রিদিকে দলে নেওয়া হবে এবং ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু এজন্য তাঁকে এই সিরিজ খেলেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। আর তাঁর জন্য আড়ম্বরপূর্ণ বিদায়ী সম্বর্ধনার ব্যবস্থা করবে পিসিবি। উল্লেখ্য, দুবাইয়ে এই সিরিজের জন্য ইতিমধ্যেই দলের ১৫ জন সদস্যের নাম ঘোষণা করে দিয়েছে পিসিবি।
এই সুযোগ হারালে মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ হারাবেন আফ্রিদি। কেননা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর পরবর্তী টি-২০ সিরিজ পাকিস্তান খেলবে আগামী বছরের এপ্রিলে।
উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপে পাক দলের বিপর্যয়ের পর অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আফ্রিদি। ওই টুর্নামেন্টের সেমিফাইলেও পৌঁছতে পারেনি পাকিস্তান। তারপর থেকে আর জাতীয় টি-২০ দলে ডাক পাচ্ছেন না আফ্রিদি।
উল্লেখ্য, আফ্রিদি ২০১০-এ টেস্ট থেকে অবসর গ্রহণ করেন। ২০১৫-র বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি।