নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি টেস্টে হারের পর অনেকেই তাঁদের উপর থেকে ভরসা হারিয়ে ফেললেও, তাঁরা নিজেদের প্রতি আস্থা হারাননি। আজ তৃতীয় টেস্টে ভারতীয় দল জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটানোর পর এমনই বললেন অধিনায়ক বিরাট কোহলি। খেলা শেষ হওয়ার পর তাঁর মন্তব্য, ‘এই সিরিজে আমরা ০-২ পিছিয়ে পড়েছিলাম। এরপর অনেকেরই আমাদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু আমরা নিজেদের উপর ভরসা হারাইনি। সেই কারণেই ০-২ থেকে এখন সিরিজ ১-২ হয়ে গিয়েছে। আমরা ড্রেসিংরুমে যা ভেবেছি, সেটাই আসল। বাইরের কোনও কিছুর গুরুত্ব নেই। আমরা বিশ্বাস করি, এই সিরিজ জিততে পারি।’
এই জয় প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের জেতা দরকার ছিল। আমরা সব বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। এটা গোটা ড্রেসিংরুমের জয়। আমরা এই টেস্টে সম্পূর্ণ জয় পেলাম।’
২০১৪ সালের ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছিলেন বিরাট। তবে এবার তিনি প্রথম টেস্ট থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের পর তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছেন ভারতের অধিনায়ক। ২০১৪ সালের ব্যাটিং ব্যর্থতার ভূত তাঁকে তাড়া করছিল কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি ২০১৪-র ব্যর্থতার কথা ভাবিনি। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।’
এই সফরের শুরু থেকেই বিরাটের সঙ্গে আছেন স্ত্রী অনুষ্কা শর্মা। তাঁর সামনে ভাল পারফরম্যান্স দেখাতে পেরে খুশি ভারতের অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি স্ত্রীকে এই ইনিংস উৎসর্গ করছি। ও এখানে আছে এবং আমাকে অনুপ্রাণিত করছে। অতীতে ওর অনেক সমালোচনা হয়েছে। তবে এবার ওর কৃতিত্ব প্রাপ্য। ও আমাকে সবসময় ইতিবাচক থাকতে সাহায্য করেছে।’
লোকজনের ভরসা না থাকলেও, আমাদের নিজেদের উপর আস্থা বজায় ছিল, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2018 08:07 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -