নটিংহ্যামের জয়কে কেরলের বন্যাকবলিত মানুষকে উৎসর্গ করলেন বিরাট, বললেন, ওখানে কঠিন পরিস্থিতি, ম্যাচ ফি-এর অর্থও দান করবেন ক্রিকেটাররা
Web Desk, ABP Ananda | 22 Aug 2018 04:58 PM (IST)
নটিংহ্যাম: নটিংহ্যামের ইংল্যান্ড বিজয়কে কেরলের বন্যায় মৃত, ক্ষতিগ্রস্তদের প্রতি উৎসর্গ করলেন বিরাট কোহলি। ২০৩ রানে আয়োজক দেশকে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে আশা জিইয়ে রাখল ভারত। বার্মিংহাম, লন্ডন টেস্টে বড় ব্যবধানে হারের বদলা নিল বিরাট বাহিনী। আজ ম্যাচ শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলেন, আমরা দল হিসাবে এই জয়কে কেরলের বন্যাপীড়িত মানুষজনের প্রতি উৎসর্গ করতে চাই। ভারতীয় ক্রিকেট দলের তরফে এটুকু তো আমরা করতেই পারি। ওখানে ভয়াবহ পরিস্থিতি রয়েছে। নটিংহ্যাম টেস্টের ম্যাচ ফি-এর অর্থও কেরলের ত্রাণে দেবেন ভারতীয় ক্রিকেটাররা। কেরলবাসীর বিপদের দিনে বিরাটের এই ঘোষণায় হাততালিতে ফেটে পড়ে গ্যালারি। সাধুবাদ জানান দর্শকরা।