কলকাতা: ডিআরএস বিতর্কে দিলরুয়ান পেরেরার পাশে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘যে ধারণা তৈরি হয়েছে, সেটা ঠিক নয়। ডিআরএস-এর বিষয়ে ড্রেসিংরুম থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। দিলরুয়ান পেরেরা ভুলবশত ভেবেছিলেন, শ্রীলঙ্কার আর কোনও রিভিউ বাকি নেই। সেই কারণেই তিনি মাঠ ছাড়তে চলেছিলেন। কিন্তু তখনই রঙ্গনা হেরাথ আম্পায়ার নাইজেল লংকে প্রশ্ন করেন, শ্রীলঙ্কার কি আর কোনও রিভিউ বাকি আছে? আম্পায়ার ইতিবাচক জবাব দিতেই সেটা শুনতে পেয়ে ঘুরে দাঁড়ান পেরেরা। এরপরেই তিনি রিভিউয়ের আবেদন জানান।’
আজ ইডেন টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৫৭-তম ওভারের শেষ বলের পরেই বিতর্কিত ঘটনাটি দেখা যায়। মহম্মদ সামির বলটি পেরেরার পিছনের পায়ে লাগে। বলটি স্ট্যাম্পের লাইনে ছিল। বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার লং। পেরেরা প্রথমে হেরাথের দিকে তাকান এবং সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের দিকে হাঁটাও লাগান। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে রিভিউ চান তিনি। ড্রেসিংরুম থেকে অবশ্য কোনও সঙ্কেত এসেছে কি না, তা স্পষ্ট নয়। ভারতীয় দলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়নি। তবে ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ায় বিতর্ক শুরু হয়।
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, শ্রীলঙ্কার সব ক্রিকেটার ও কর্তা আইসিসি-র নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। তাঁরা নীতি ও আদর্শ মেনেই খেলেন।
পেরেরা ডিআরএস-এর বিষয়ে ড্রেসিংরুমের সাহায্য নেননি, দাবি শ্রীলঙ্কা ক্রিকেটের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2017 07:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -