কলকাতা: স্টিভ স্মিথের ‘ব্রেন ফেড’ কাণ্ডের পুনরাবৃত্তি ইডেনে! ডিআরএস নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখা গেল শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে। গত মার্চে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে  আম্পায়ায় আউট দেওয়ার পর রিভিউ নেবেন কিনা, তার ইঙ্গিত পেতে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।  পরে স্মিথ সাফাই দিতে গিয়ে বলেছিলেন, ওই সময় মাথা কাজ করছিল না (ব্রেন-ফেড)। পেরেরাও  স্মিথের মতোই ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ড্রেসিংরুমের সাহায্য চাইলেন। শ্রীলঙ্কার ইনিংসের ৫৭ তম ওভারের শেষ বলটি তাঁর পিছনের পায়ে লাগে। বলটি স্ট্যাম্পের লাইনে ছিল। বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার নাইজেল লং। পেরেরা প্রথমে তাঁর পার্টনার রঙ্গনা হেরাতের দিকে তাকান এবং সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের দিকে হাঁটাও লাগান। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে রিভিউ চান তিনি। ড্রেসিংরুম থেকে অবশ্য কোনও সঙ্গেত এসেছে কিনা, তা স্পষ্ট নয়। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে। এবং ধারাভাষ্যকাররা স্টিভ স্মিথের 'চিট-গেটে'র প্রসঙ্গ উল্লেখ করেন। পেরার রিভিউর আবেদনে আউটের সিদ্ধান্ত নাকচ হয়ে যায়। তবে এক্ষেত্রে অবশ্য ভারতীয় দলের কাছ থেকে কোনও প্রতিবাদ করা হয়নি।সম্ভবত ভারতীয় খেলোয়াড়দের চোখে বিষয়টি ধরা পড়েনি। যদিও পেরেরাকে রিভিউ নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকাতে স্পষ্ট দেখা গিয়েছে। আইসিসি-র নিয়ম অনুসারে, মাঠের বাইরে থেকে ব্যাটসম্যান বা ফিল্ডিং অধিনায়ক কোনও সঙ্কেত পেয়েছেন বলে মনে করলে আম্পায়ার রিভিউ-র আর্জি নাকচ করে দিতে পারেন।