নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, ‘এক বছর বা ৬ মাস আগে যদি মাহি এই সিদ্ধান্ত নিত, তাহলে আমি চিন্তায় পড়ে যেতাম। কিন্তু ওর সময়জ্ঞানের প্রশংসা করতেই হবে। অধিনায়ক হিসেবে বিরাট নিজের যোগ্যতা প্রমাণ করেছে। তাই ধোনির সিদ্ধান্ত ঠিক। ও বুঝিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটের স্বার্থে কাজ করে।’
ভারতের প্রাক্তন উইকেটকিপার প্রসাদের মতে, ধোনি এখনও দু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন। তাঁর আর অধিনায়ক হিসেবে নতুন কিছু পাওয়ার ছিল না। আইসিসি-র সব ট্রফিই জিতেছেন। এবার খেলোয়াড় হিসেবে বিরাটকে সাহায্য করতে পারবেন।
ধোনি ঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে, বিরাট তৈরি, বললেন প্রধান নির্বাচক
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2017 06:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -