লিমা: বিশ্বকাপের (Football World Cup 2026) যোগ্যতা অর্জনকারী পর্বে আর্জেন্তিনার (Argentina Football Team) জয়রথ ছুটছে। পেরুকে তাদের দেশে গিয়ে ২-০ গোলে চূর্ণ করল আর্জেন্তিনা। জয়ের নায়ক? এক এবং অনন্য লিওনেল মেসি (Lionel Messi)। জোড়া গোল করলেন। হ্যাটট্রিকও হয়ে গিয়েছিল তাঁর। তবে ভার প্রযুক্তি ব্যবহার করে সেই গোল বাতিল করেন রেফারি। সব মিলিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে টানা ৪ ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আর্জেন্তিনা।


চোট থাকায় ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। দর্শকাসনেই বসে থাকতে হয়েছিল। যার অধিকাংশ ম্যাচেই টানা হার দেখেছে আমেরিকান ক্লাবটি। এরপর তাঁকে ছাড়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের একটি ম্যাচও খেলে আর্জেন্তিনা। তবে লিওনেল স্কালোনির দলকে সমস্যায় পড়তে হয়নি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্তিনাকে অবশ্য লড়াই করে জিততে হয়েছিল। দ্বিতীয়ার্ধে নেমে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি মেসি। বুদবার প্রথমার্ধেই তিনি জোড়া গোল করলেন। 


ম্যাচের আগেরদিন পেরুর মাঠে খেলাটা কিছুটা কঠিন বলে জানিয়েছিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। বুধবার স্তাদিও ন্যাসিওনাল দি লিমা স্টেডিয়ামে সেই দাপটটাই শুরুতে দেখিয়েছিলেন পেরুর ফুটবলাররা। কিন্তু ম্যাচের লাগাম হাতে নিতে বেশিক্ষণ সময় নেয়নি আর্জেন্তিনা। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।


এর মিনিট দশেক পরই মেসি দ্বিতীয় গোলও পেয়ে যান। এনজো ফার্নান্দেসের পাস পেয়েও সেটি এড়িয়ে মেসির জন্য ছেড়ে দেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ়। এরপর নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির দখলে। ৩১ গোল করে তিনি সবার উপরে আছেন। 


ম্যাচে মেসির একটি ড্রিবলিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। শুধু পায়ের জাদুতে পেরুর এক ডিফেন্ডারকে দুবার দুদিকে ছিটকে ফেলেন মেসি। তাঁকে রুখতে হিমশিম খেতে হয় পেরুর ডিফেন্ডারদের।              


আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial