বিরাট কোহলির ব্যাটে একের পর এক নজির
এই সিরিজে একদিনের ক্রিকেটে ১০০ তম ক্যাচ ধরেছেন কোহলি। একদিনের ক্রিকেটে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ বা তার বেশি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিনের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ৯৫০০ রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন কোহলি। তিনি ২০০ তম ইনিংসে এই নজির গড়লেন। এক্ষেত্রে এবি ডিভিলিয়ার্স (২১৫), সৌরভ গঙ্গোপাধ্যায় (২৪৬), সচিন তেন্ডুলকর (২৪৭) এবং এম এস ধোনি (২৫৬)-কে পিছনে ফেলেছেন।
২০১৮-র প্রথম ৪৩ দিনেই মোট ৮০০ রান সংগ্রহ করে ফেললেন কোহলি।
চলতি দক্ষিণ আফ্রিকা সফলে টেস্টে সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কোহলি। তাঁর মোট রান ২৮৬।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজে ৫৫৮ রান করেছেন কোহলি। দ্বিপাক্ষিত সিরিজে কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান।
দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রেও বিরাট কোহলির ব্যাট গড়েছে নয়া রেকর্ড। কোনও দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-র বেশি রান সংগ্রহের রেকর্ড গড়েছেন কোহলি। এক্ষেত্রে কোহলি রোহিত শর্মা (৪৯১)-র নজির ভেঙেছেন।
একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৭,০০০ রান সংগ্রহের নজির গড়েছেন কোহলি।
তালিকায় ১০০ শতরান নিয়ে শীর্ষে মাস্টার-ব্লাস্টার সচিন। দ্বিতীয় স্থানে প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং (৭১)। এরপরের স্থানগুলিতে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা (৬৩) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল রাউন্ডার জ্যাক কালিস (৬২)।
৩৫ তম সেঞ্চুরি করে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে একজন হলেন কোহলি। মোট ৫৬ শতরান নিয়ে তালিকায় পঞ্ম স্থানে কোহলি।
চলতি একদিনের সিরিজে তিনটি শতরান করলেন কোহলি। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে কোনও সিরিজে সবচেয়ে বেশি শতরানের নজিরের ক্ষেত্রে কোহলি ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে স্পর্শ করলেন। ২০০৫-এ এই নজির গড়েছিলেন পিটারসেন
একদিনের ক্রিকেটে কেরিয়ারের ২০০ তম ইনিংসে ৩৫ তম সেঞ্চুরি করলেন কোহলি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৯ শতরানের মালিক সচিন তেন্ডুলকর। তিনি ৩০৯ ইনিংসে ৩৫ তম সেঞ্চুরি করেছিলেন।
১৭ বাউন্ডারি সহ ৮২ বলে সেঞ্চুরির ইনিংসের সুবাদে সিরিজে একাধিক রেকর্ড গড়ছেন কোহলি।
অধিনায়ক বিরাট কোহলির ৩৫ তম শতরানে ভর করে ভারত চলতি একদিনের সিরিজের শেষ তথা ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। সেঞ্চুরিয়নের এই ম্যাচ জিতে ভারত ৫-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -