করাচি: জুনিয়র বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পরেও বাদ পড়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পাকিস্তান হকি ফেডারেশন। তারা এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। জেনেভায় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন জানাতে পারে পাক হকি ফেডারেশন।
লখনউয়ে এ মাসের ৮ থেকে ১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা থেকে পাকিস্তানকে বাদ দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। এর কারণ হিসেবে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানায়নি পাকিস্তান। সেই কারণে পাকিস্তানের বদলে মালয়েশিয়াকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
পাক হকি ফেডারেশন স্বাভাবিকভাবেই এই ঘটনায় সন্তুষ্ট নয়। তাদের দাবি, আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রধান নরিন্দর বাত্রা ভারতীয় হওয়ায় তিনি অন্যায়ভাবে পাকিস্তানকে বাদ দিয়েছেন। এই প্রতিযোগিতার জন্য বিপুল অর্থ খরচ করেছে পাক হকি ফেডারেশন। যোগ্যতা অর্জন করা সত্ত্বেও বিশ্বকাপে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হতে পারে তারা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জুনিয়র হকি বিশ্বকাপ থেকে বাদ, আদালতের দ্বারস্থ হতে পারে পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
01 Dec 2016 05:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -