সেন্ট পিটার্সবাগ: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে নক-আউটের দিকে অনেকটা এগিয়ে গেল ব্রাজিল। সংযোজিত সময়ে গোল করলেন ফিলিপে কুটিনহো ও নেইমার। পরপর ২ ম্যাচে গোল করে নায়ক হয়ে গেলেন কুটিনহো। ২ ম্যাচ খেলে নেইমারদের পয়েন্ট ৪। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে না হারলেই ব্রাজিলের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিদায় নিল কোস্টারিকা।





প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করার পর নক-আউটে যেতে গেলে এই ম্যাচে ব্রাজিলের জেতা জরুরি ছিল। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান নেইমাররা। কিন্তু একের পর এক গোলের সুযোগ নষ্ট হতে থাকে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। ৭৮ মিনিটে বক্সের মধ্যে পড়ে যান নেইমার। পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে মাঠের রেফারি জানান, নেইমারকে ফাউল করা হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বদলে যায়। এরপরেও একাধিক সুযোগ নষ্ট করে ব্রাজিল। ৯০ মিনিটেও গোল না হওয়ায় মনে হচ্ছিল, ম্যাচ ড্র হয়ে যাবে। তবে সংযোজিত সময়ের প্রথম মিনিটেই গোল করে দেন কুটিনহো। এরপর শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান নেইমার। গোল করার পর তিনি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।