নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির থেকে বাদ পড়লেন গীতা ও ববিতা ফোগত। বাদ পড়েছেন তাঁদের ২ ছোট বোন-- ঋতু ও সঙ্গীতাও। ভারতের কুস্তি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, শিবিরে যোগ না দেওয়া এবং তার কোনও কারণ না দর্শানোর ফলে শৃঙ্খলাভঙ্গের দায়ে ফোগতদের বাদ দেওয়া হয়েছে। এদিকে, ববিতার দাবি, তাঁর চোট লেগেছে।


আমির খান অভিনীত ‘দঙ্গল’-এ তাঁদের জীবন-কাহিনী উঠে আসার পরপরই রীতিমতো তারকা হয়ে যান কমনওয়েলথ গেমসে পদকজয়ী গীতা ও ববিতা ফোগত। কুস্তি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, লখনউতে চলতি জাতীয় শিবির থেকে গীতা ও ববিতা ছাড়াও তাঁদের আরও দুই বোন সহ মোট ১৩ জনকে বের করে দেওয়া হয়েছে।


ফেডারেশনের সভাপতি বৃজভূষণ সরণ সিংহ জানান, যে সকল কুস্তিগীরকে জাতীয় শিবিরের জন্য বাছাই করা হয়, নিয়মানুসারে, তিনদিনের মধ্যে তাঁদের সশরীরে হাজির হতে হয়। কোনও সমস্যা থাকলে, তা কোচকে জানানো আবশ্যিক। অভিযোগ, গীতারা কোনওটাই করেননি। তাঁরা কোনও যোগাযোগ করেননি। যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের সামিল। ফলত, তাঁদের বলা হয়েছে, শিবিরে যোগ না দিতে।



ফেডারেশনের এই পদক্ষেপের অর্থ, চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলা এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দিতে পারবেন না গীতা-ববিতারা। প্রসঙ্গত, আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় হতে চলেছে এশিয়ান গেমস। তবে, আশার আলো এখনও পুরোপুরি নিভে যায়নি গীতাদের। ফেডারেশন জানিয়েছে, যদি তাঁরা নিজেদের অনুপস্থিতির সন্তোষজনক কারণ দিতে পারে, তাহলে তাঁরা ট্রায়ালে যোগ দিতে পারবেন।


এদিকে, ববিতার দাবি, চোটের কারণে তিনি জাতীয় শিবিরে হাজির হতে পারেননি। বলেন, আমার দুই হাঁটতেই চোট লেগেছে। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। তিনি জানিয়ে দেন, কুস্তি ফেডারেশনের তরফে কোনও শো-কজ নোটিস পাননি। তবে, একইসঙ্গে স্বীকার করেন, অনুপস্থিতির কারণ নিয়ে ফেডারেশনকে তিনিও জানাননি।