সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল ৫-১ ব্যবধানে জয় পাওয়ার পর অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে আখ্যা দিলেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, বিরাটের প্রশংসা করার জন্য নতুন শব্দ খুঁজতে হবে। সেই কারণে নতুন অভিধান কেনা দরকার।


ষষ্ঠ একদিনের ম্যাচেও ভারতীয় দল সহজ জয় পাওয়ার পর শাস্ত্রী বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট দেখছি। আমি ধারাভাষ্যকার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছি। দক্ষিণ আফ্রিকার অনেক খেলা দেখেছি। ওরা কীরকম খেলে জানি। তাই চাইব আমার দলের ছেলেরা এই সিরিজ জয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করুক। স্কোরলাইন যা-ই হোক না কেন, ওদের উপভোগ করা উচিত। কারণ, এটি প্রতিদিন হয় না।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-র বেশি রান করেছেন। সেই কারণেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ শাস্ত্রী।