এই বিরল ভিডিও দেখে দর্শকরা কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন। ভাইরাল ভিডিও: ছোট্ট পাখির মাথায় থাবা বুলিয়ে আদর বিড়ালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Feb 2018 02:25 PM (IST)
নয়াদিল্লি: বিড়াল ও পাখির মধ্যে খাদক ও খাদ্যের সম্পর্ক। এটাই স্বাভাবিক। কিন্তু এই নিয়মেরও কি ব্যতিক্রম হয়? একটি বিড়াল বন্ধু হয়ে উঠতে পারে কোনও একটি ছোট্ট পাখির? হ্যাঁ, এমনও ব্যতিক্রম হতে পারে। অন্তত সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও দেখে সবাই তাই-ই বলবেন। এমনিতে বিড়াল পোষ্য হয়। লোমশ এই প্রাণীটি সম্পর্কে অনেক গল্পই প্রচলিত রয়েছে। আদর খেতে দারুণ পছন্দ করে বিড়াল। দেখতে নরম সরম হলেও প্রাণী জগতে ধুরন্ধর শিকারী হিসেবে পরিচিত বিড়াল। বিশেষ করে ইঁদুর, ছোটখাটো পাখির ক্ষেত্রে বিড়াল সাক্ষাত্ মৃত্যুদূত। ছোট পাখিরা বিড়ালকে এড়িয়ে চলতেই পছন্দ করে। কিন্তু সেই বিড়ালের সঙ্গেই বন্ধুত্ব পাখির! সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ঘোরাফেরা করছে। ভিডিওতে ছোট্ট একটা পাখির মাথায় একটি বিড়ালকে সস্নেহে থাবা বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে। সেই আদরে ছোট্ট তুলতুলে পাখিটি যেন গলে পড়ছে।