ইনিংসের ১৯ তম ওভারে কুলদীপ যাদব বোলিং করছিলেন।একটি বল কাট করে রান নিতে দৌড়ন খোয়াজা। পয়েন্ট থেকে দ্রুত দৌড়ে এসে বল বাঁ-হাতে ধরে ছুটতে থাকা অবস্থাতেই থ্রো করেন জাডেজা। যা সরাসরি লাগে স্টাম্পে। রিপ্লেতে দেখা যায় খাওয়াজা তখনও ক্রিজের বাইরে। ২৩ বলে ২১ রান করে আউট হলেন খোয়াজা।
মাঠে জাডেজার দুরন্ত ফিল্ডিংয়ের বৈশিষ্ট্য-অনুমানক্ষমতা, সাবলীল গতি, দ্রুত বল ধরে দ্রুত থ্রো করা। এগুলি মুখে বলা যত সহজ, কাজে করে দেখানো ততটাই কঠিন। কিন্তু জাডেজা এক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। যে গতিতে তিনি বলের কাছে পৌঁছে যান এবং থ্রোয়ের ক্ষেত্রে (এমনকি বাউন্ডারি থেকেও) যে শক্তি থাকে , তা তাঁকে অন্য ফিল্ডারদের থেকে আলাদা করেছে।