পুণে: কাফ মাসলে চোট পেয়ে এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র একটি বল খেলেই চোট পান পিটারসেন। ইংল্যান্ডের এই ক্রিকেটার সিঙ্গল রান নিতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয় বুঝে দ্রুত ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়েই চোট লাগে। যন্ত্রণায় কাতর পিটারসেনকে কাঁধে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। এই চোটই তাঁকে আইপিএল থেকে ছিটকে দিল।
ইনস্টাগ্রামে পিটারসেন নিজেই এবারের আইপিএল-এ আর না খেলতে পারার কথা জানিয়েছেন। তাঁর পেশি ছিঁড়ে গিয়েছে। আপাতত তিনি লন্ডনে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। নভেম্বর পর্যন্ত ছুটি কাটাতে পারবেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।
পুণের হয়ে চার ইনিংসে ৭৩ রান করেছেন পিটারসেন। গড় ৩৬.৫০ এবং স্ট্রাইক রেট ১১৯.৬৭। তাঁর দল লিগ তালিকার সপ্তম স্থানে আছে।
চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন পিটারসেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2016 09:42 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -