কলকাতা: ভারতীয় ক্রিকেটে এবার গোলাপি বলের আমদানি৷ তাও আবার বঙ্গ ক্রিকেটের হাত ধরে৷ সিএবির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সুপার লিগের ফাইনালে এবার খেলা হবে গোলাপি বলে৷ ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার৷
আগামি ১৭ই জুন থেকে ২০শে জুন অবধি হবে সুপার লিগের ফাইনাল৷ সেই ফাইনালেই প্রথম ব্যবহৃত হতে চলেছে গোলাপি বল৷ ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে ভবানীপুর৷ অন্য দল হিসেবে লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও কালীঘাট৷
এই প্রথম যেহেতু গোলাপি বলে খেলা হচ্ছে,তাই বিসিসিআইয়ের নজর রয়েছে এই ম্যাচের দিকে৷ ভারতীয় পিচে কতটা উপযোগী হয়ে ওঠে গোলাপি বল,তার দিকে নজর রয়েছে বোর্ড কর্তাদের৷ এই ম্যাচে গোলাপি বলের ব্যবহার সফল হলে,তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে নিয়মিত হওয়ার সম্ভাবণা রয়েছে বলে বোর্ড সূত্রের খবর৷
এদিকে বোর্ড কর্তারা ইতিমধ্যেই এই সিএবির ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে৷
বাংলার হাত ধরেই ভারতীয় ক্রিকেটে গোলাপী বলের প্রবেশ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 02:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -