রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে ভারতীয়দের ব্যর্থতা অব্যাহত। পঞ্চম দিনেও হতাশ করলেন শুটার জিতু রাই, যাঁকে পদকের অন্যতম দাবিদার বলে ধরা হয়েছিল। পিস্তলের ৫০ মিটার ইভেন্টের ফাইনালে উঠতেই ব্যর্থ হলেন জিতু। কোয়ালিফাইং রাউন্ডে তিনি ১২ নম্বরে শেষ করলেন। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে অষ্টম হয়েছিলেন এই শুটার। ফলে খালি হাতেই রিও থেকে ফিরছেন জিতু। তাঁর চেয়েও হতাশাজনক পারফরম্যান্স অপর এক শুটার প্রকাশ নানজাপ্পার। তিনি ৪১ জনের মধ্যে ২৫ নম্বরে শেষ করেছেন।


 

মহিলাদের হকিতেও এদিন একরাশ হতাশা। অস্ট্রেলিয়ার কাছে ১-৬ গোলে লজ্জাজনকভাবে হেরে গিয়েছে ভারত। সতীশ কুমার শিবলিঙ্গম ভারত্তোলনের ৭৭ কেজি বিভাগে হতাশ করেছেন। জুডোর ৯০ কেজি বিভাগে হেরে গিয়েছেন অবতার সিংহ।

 

তবে এই ব্যর্থতার দিনে ভারতকে আশা দিচ্ছেন তিরন্দাজ লাইশ্রাম বোম্বাইলা দেবী। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বোম্বাইলা। বৃহস্পতিবার শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন এই তিরন্দাজ।