জোহানেসবার্গ: জেলের মধ্যে ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস। কিছুদিন আগে তিনি রহস্যজনকভাবে কব্জিতে চোট পাওয়ার পর থেকেই এই আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে জেলবন্দি এই অ্যাথলিটের উপর নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর সেলে ২৪ নজর রাখা হচ্ছে। কারারক্ষীরা ঘন ঘন গিয়ে তাঁকে দেখে আসছেন।

 

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করার দায়ে ৬ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে পিস্টোরিয়াসের। তিনি প্রিটোরিয়ার একটি কারাগারে বন্দি। সেখানে তাঁর সেল থেকে দাড়ি কাটার ব্লেড পাওয়া গিয়েছে। সেই ব্লেড দিয়েই পিস্টোরিয়াস হাতের শিরা কাটার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করছেন জেলকর্মীরা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

পিস্টোরিয়াসের পরিবারের লোকেরা তাঁর আত্মহত্যার চেষ্টার অভিযোগ মানতে নারাজ। তবে কারাগার কর্তৃপক্ষ কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। সেই কারণে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে এই অ্যাথলিটকে।