ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে খোলামেলা মেজাজে পাওয়া গেল ২৭ বছরের এই অসি পেসারকে। এক সাংবাদিক যখন তাঁর সঙ্গে জনপ্রিয় ডব্লুডব্লুই কুস্তিগীর জন সেনার সঙ্গে তুলনার কথা বললেন তখন হাসিতে ফেটে পড়লেন বেহরনডোর্ফ।
এক সাংবাদিক প্রশ্ন করেন, কিছু অনুরাগী আপনার সঙ্গে জন সেনার মিল খুঁজে পেয়েছেন। আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন? এই প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন বেহরনডোর্ফ। পরে বলেন, এই তুলনার কথা তাঁর কানে আসেনি। তিনি জন সেনা তাঁর থেকে তো অনেক বড় চেহারার। কিন্তু কথাটা মাথায় থাকবে।