বার্মিংহাম: স্পিনারদের সুবিধা করে দিতে আউটফিল্ড থেকে বল এক ড্রপে উইকেটরক্ষকের কাছে পাঠানোর ওপর জোর দেওয়া হয়। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর। তিনি জানান, লক্ষ্য থাকে যাতে বল পার্শ্ববর্তী পিচে ড্রপ খেয়ে কিপারের কাছে পৌঁছয়। এর ফলে, পিচের ঘসায় বলের শাইন বা মসৃণভাব কিছুটা মিলিয়ে যাবে এবং বল রুক্ষ্ম হবে। ফলে, স্পিনারদের গ্রিপ করতে সুবিধা হবে। এর জন্য অনুশীলনের সময় এই বিষয়টির ওপর জোর দেওয়া হয়। এর কারণ হিসেবে, তিনি বলেন, একবার বল সুইং বন্ধ করলে, স্পিনারদের ওপর দায়িত্ব হয় বল করার। কিন্তু, বলের শাইন অটূট থাকলে, স্পিনাররা সুবিধা পান না। তাই তাঁদের সুবিধা করে দিতেই এই কৌশল অবলম্বন করা হয়।
পাশাপাশি, এটাও নজরে রাখতে হবে যে, বল যাতে সঠিক গতিতে আসে। শ্রীধর বলেন, আউটফিল্ড থেকে বল থ্রোর করার সময় বলের গতি কী হয়, তা মাপার কোনও যন্ত্র নেই। তবে, বাউন্ডারি লাইন থেকে থ্রো করলেও, তা যাতে কিপারের কাছে সঠিক উচ্চতায় ও দ্রুত পৌঁছয়, তা খেয়াল রাখা হয়। শ্রীধর মনে করিয়ে দেয়, এটা শুধুমাত্র ভারত নয়, সব দলই এই কৌশল অবলম্বন করে থাকে।h
Exit Poll 2024
(Source: Matrize)
ভারতের ফিল্ডিং অনুশীলনে এক ড্রপে বল পাঠানোর ওপর জোর দেওয়া হয়, কেন জানুন
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 11:55 AM (IST)
স্পিনারদের সুবিধা করে দিতে আউটফিল্ড থেকে বল এক ড্রপে উইকেটরক্ষকের কাছে পাঠানোর ওপর জোর দেওয়া হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -