বার্মিংহ্যাম: মঙ্গলবার এজবাস্টনে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে যখন বিরাট কোহলি-শাকিব আল হাসানরা মাঠের ভিতরে লড়াই চালাচ্ছিলেন, তখন গ্যালারিতে আকর্ষণের কেন্দ্রে ছিলেন এক বৃদ্ধা। ৮৭ বছর বয়স হলেও, চারুলতা পটেল নামে এই ভারতীয় সমর্থকের উৎসাহ কারও থেকে কম ছিল না। তিনি ভারতীয় দলের জন্য গলা ফাটাচ্ছিলেন, আনন্দে লাফাচ্ছিলেন, আবার ভুভুজেলাও বাজাচ্ছিলেন।



চারুলতা জানিয়েছেন, ‘১৯৮৩ সালে কপিল পাজি যখন বিশ্বকাপ জিতেছিলেন, তখনও আমি মাঠে ছিলাম। আমি নিশ্চিত, এবারও ভারত বিশ্বকাপ জিতবে। ভারতের জয়ের জন্য আমি গণেশের কাছে প্রার্থনা করছি। সবসময় ভারতীয় দলকে আমি আশীর্বাদ করি। এই দলটাকে দেখে ভাল লাগছে। সব খেলোয়াড়ই আমার কাছে শিশুর মতো।’