বার্মিংহাম: দলে টিকে থাকতে হলে ঋষভ পন্তকে শুধুমাত্র ব্যাটিং নয়, ফিল্ডিংয়ের সময়ও আরও ক্ষিপ্র হতে হবে। একইসঙ্গে উন্নতি করতে হবে তাঁর থ্রোয়িংয়ের। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরের।
বাংলাদেশ ম্যাচের পর ঋষভকে নিয়ে কাটাছেঁড়া করতে বসেন শ্রীধর। তাঁর মতে, ওই ম্যাচে বেশ কয়েকটি জায়গায় খামতি থেকে গিয়েছে এই তরুণ ক্রিকেটারের। শ্রীধর মেনে নেন, আউটফিল্ডে প্রচুর উন্নতি প্রয়োজন ঋষভের। তিনি বলেন, ওকে অনেক খাটতে হবে। প্রথম কথা, থ্রোয়িংয়ের টেকনিকে বদল আনতে হবে। পাশাপাশি, আউটফিল্ডে আরও ক্ষিপ্রতা দেখাতে হবে।
শ্রীধর জানান, অধিনায়ক বিরাট কোহলি এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি মাঠে, বিশেষ করে আউটফিল্ডে পন্তের জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করেছে। দল তাঁকে বিশেষ কয়েকটি ফিল্ডিং পজিশনে ব্যবহার করতে চাইছে। সেই পরিকল্পনা করেই এগোচ্ছেন বিরাট ও মাহি। যাতে সঠিক সময়ে ও সঠিক জায়গায় থাকে। যেমন, ইংল্যান্ডের বিরুদ্ধে আউটফিল্ডে পন্ত পাঁচ রান বাঁচিয়েছে। যেটা ভীষণই ভাল। ভাল একটা ক্যাচও ধরেছিল।
শ্রীধরের মতে, ঋষভের তুলনায় দীনেশ ফিল্ডার হিসেবে ভাল। উইকেটরক্ষক হওয়া সত্ত্বেও, দীনেশ আউটফিল্ডে দুরন্ত। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত কিছু রান বাঁচিয়েছে দীনেশ। ঋষভ এখনও শিখছে। তাই ওকে আরও উন্নতি করতে হবে। যে কারণে, আমরা নির্দিষ্ট ফিল্ডারকে নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করি, যাতে তার ওই জায়গা সম্পর্কে একটা ধারনা থাকে। উদাহরণস্বরূপ, এজবাস্টনের মতো ডিম্বাকৃতি মাঠে একজন ফিল্ডারকে অ্যাঙ্গল সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে।
আউটফিল্ডে আরও উন্নতি করতে হবে ঋষভকে, মত দলের ফিল্ডিং কোচ শ্রীধরের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 11:26 AM (IST)
শ্রীধরের মতে, ঋষভের তুলনায় দীনেশ ফিল্ডার হিসেবে ভাল। উইকেটরক্ষক হওয়া সত্ত্বেও, দীনেশ আউটফিল্ডে দুরন্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -